, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ , ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


এবার "ভুয়া ভুয়া" দুয়োধ্বনি দিল ডা. সাবরিনাকে

  • আপলোড সময় : ১১-০২-২০২৪ ১১:৫৯:১৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-০২-২০২৪ ১১:৫৯:১৪ পূর্বাহ্ন
এবার "ভুয়া ভুয়া" দুয়োধ্বনি দিল ডা. সাবরিনাকে ছবি: সংগৃহীত
সাইফুল্লাহ, নিজস্ব প্রতিবেদক: কিছু দিন আগেই আলোচিত মুশতাক আহমেদ ও তার স্ত্রী তিশাকে দুয়োধ্বনি দিয়ে বইমেলা প্রাঙ্গণ থেকে বের হয়ে যেতে বাধ্য করেছেন শতাধিক দর্শনার্থী। এবার আরেক আলোচিত ডা. সাবরিনাকেও ‘ভুয়া ভুয়া’ বলে দুয়োধ্বনি দিলেন দর্শনার্থীরা।

আলোচিত-সমালোচিত ডা. সাবরিনা হুসেন মিষ্টির প্রথম প্রকাশিত গ্রন্থ ‘বন্দিনী’ এবারের বইমেলায় পাওয়া যাচ্ছে। তিন বছর বন্দিনী জীবনের কথা নিয়ে ডা. সাবরিনা এই গ্রন্থটি প্রকাশ করেছেন। এরই সুবাদে বইমেলায় দেখা যায় তাকে।

সামাজিক যোগাযোগ-মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয় যেখানে দেখা যায় ডা. সাবরিনা বইয়ের স্টলে অনেকটাই মন খারাপ করে বসে আছেন। আর তার চারপাশে ক্রেতারা ভুয়া ভুয়া বলে চিৎকার করছেন। এ সময় দর্শকদের বলতে শোনা যায়, ‘এই সাবরিনা করোনার সময় জনগণকে ঠকিয়েছে। তার বই কেউ কিনছে না। দেখতে একটু সুন্দর তাই সবাই দেখতে ভিড় করছে।

শাহবাগ থানায় সাধারণ ডায়েরি করেছে মুশতাক আহমাদ ও তিশা দম্পতি। বই মেলার নিরাপত্তা নিয়ে মুশতাক তিশা দম্পতি শাহবাগ থানাতে এসেছিলেন।

শাহবাগ থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, মুশতাক-তিশা দম্পতি বই মেলার ঘটনা নিয়ে থানায় এসেছিলেন। এ বিষয়ে শাহাবাগ থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
 
সর্বশেষ সংবাদ
‘গণহত্যার জন্য যাদের অনুশোচনা নেই, তারা রাজনীতি করারও অধিকার হারিয়েছে’

‘গণহত্যার জন্য যাদের অনুশোচনা নেই, তারা রাজনীতি করারও অধিকার হারিয়েছে’