প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ গাজীপুরে যাচ্ছেন। তিনি সকালে কালিয়াকৈরে সফিপুর আনসার ভিডিপি একাডেমিতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জাতীয় সমাবেশে অংশ নেবেন। সমাবেশে তিনি প্রধান অতিথি থেকে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কুচকাওয়াজে সালাম নেবেন।
এরই মধ্যে সমাবেশে যোগ দিতে সারাদেশ থেকে আনসার ভিডিটি সদস্য সফিপুর আনসার ভিডিপি একাডেমিতে সমবেত হয়েছেন। আনসার ও ভিডিপি বাহিনীতে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরুপ বীরত্বপূর্ণ ও সেবামূলকসহ বিভিন্ন ক্যাটাগরিতে আনসার ও ভিডিটি সদস্যদের পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রতিবছর ১২ ফেব্রুয়ারি বাংলাদেশ আনসার বাহিনীর প্রতিষ্ঠাবার্ষিকীতে সফিপুর আনসার ভিডিপি অ্যাকাডেমির মনোরম পরিবেশে জাতীয় সমাবেশ অনুষ্ঠিত হয়ে আসছে। এ উপলক্ষ্যে আনসার ভিডিপি একাডেমিতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। বিষয়টি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর গণসংযোগ বিভাগের কর্মকর্তা ও দাওয়াত পত্রের মাধ্যমে নিশ্চিত করেছেন।