, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


হজ পালনের উদ্দেশ্যে পাঁচ দিনে সৌদি পৌঁছেছেন ৯৭৮৯ জন হজযাত্রী

  • আপলোড সময় : ২৫-০৫-২০২৩ ০১:৩৬:৩৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৫-২০২৩ ০১:৩৬:৩৫ অপরাহ্ন
হজ পালনের উদ্দেশ্যে পাঁচ দিনে সৌদি পৌঁছেছেন ৯৭৮৯ জন হজযাত্রী
এবার হজের প্রথম ফ্লাইট বাংলাদেশ থেকে ছেড়ে যায় গত ২০ মে দিবাগত রাতে। এখন পর্যন্ত হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব পৌঁছেছেন ৯ হাজার ৭৮৯ জন হজযাত্রী। গতকাল বুধবার ২৪ মে রাতে বাংলাদেশ এবং সৌদি আরবের হজ অফিসের বরাত দিয়ে হজ পোর্টালে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, মোট ৯ হাজার ৭৮৯ জন হজযাত্রী সৌদিতে পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ৭৩২ জন এবং বেসরকারি ব্যবস্থাপনার ৬ হাজার ৫৭ জন। আর এ পর্যন্ত মোট ভিসা পেয়েছেন ৪১ হাজার ৭১৮ জন হজযাত্রী।
 
চলতি বছর বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজযাত্রী সৌদি আরবে পবিত্র হজ পালনের অনুমতি পেয়েছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইনস হজযাত্রীদের ৫০ শতাংশ অর্থাৎ ৬৩ হাজার ৫৯৯ জনকে পরিবহন করবে।  বাকি ৫০ শতাংশ সৌদি এয়ারলাইনস বহন করবে।
 
এদিকে চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৭ জুন  (৯ জিলহজ) পবিত্র হজ অনুষ্ঠিত হবে। চলতি বছরের হজের শেষ ফ্লাইট ২২ জুন। অন্যদিকে হজ পালন শেষে দেশে ফেরার ফ্লাইট শুরু হবে আগামী ২ জুলাই। হজযাত্রীদের ফিরতি ফ্লাইট শেষ হবে ২ আগস্ট।
আদালতে ব্যারিস্টার সুমনের ওপর পচা ডিম নিক্ষেপ

আদালতে ব্যারিস্টার সুমনের ওপর পচা ডিম নিক্ষেপ