অবশেষে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ভোটকেন্দ্রের বুথে বসে থাকা সেই ব্যক্তিকে আটক করা হয়েছে। আইন-শৃঙ্খলারক্ষাকারী বাহিনী তাকে আটক করে। আটক ওই ব্যক্তির নাম আব্দুর রহিম। তিনি বুথে পাঞ্জাবি পরে বসে ছিলেন এবং ভোটারদের জোর করে ভোট দেওয়াচ্ছিলেন।
এ ছাড়া ১০৩ নম্বর কেন্দ্র থেকে আরও একজনকে আটক করা হয়েছে। পরে তাকে তিনদিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এর আগে, ঢাকায় বসে সিসি ক্যামেরায় গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের ভোটের পরিস্থিতি পর্যবেক্ষণ শুরু করে নির্বাচন কমিশন।
পর্যাবেক্ষণের একপর্যায়ে ১০০ নম্বর কেন্দ্রের ৩ নম্বর বুথে পাঞ্জাবি পরা এক ব্যক্তিকে বসে থাকতে দেখেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা। দেখা মাত্রই নির্বাচন কমিশনার টেলিফোনে নির্বাচনের দায়িত্বে থাকা কর্মকর্তাকে বলেন, ‘দ্রুত অ্যাকশনে যান, প্রয়োজনে তাকে গ্রেপ্তার করুন’।