, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ , ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


প্রধানমন্ত্রীর ডাক পেলেন সংরক্ষিত আসনের ১৫৪৯ মনোনয়নপ্রত্যাশী

  • আপলোড সময় : ১০-০২-২০২৪ ০৫:৩৯:১৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০২-২০২৪ ০৫:৩৯:১৬ অপরাহ্ন
প্রধানমন্ত্রীর ডাক পেলেন সংরক্ষিত আসনের ১৫৪৯ মনোনয়নপ্রত্যাশী
দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত আসনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার আগামী ১৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।

শনিবার (১০ ফেব্রুয়ারি) দলটির দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, আগামী ১৪ ফেব্রুয়ারি সকাল ১০টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে দ্বাদশ জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনে দলের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গণভবনে প্রবেশের জন্য মনোনয়নপত্রের স্লিপ অংশটুকু প্রদর্শন করতে হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদের ৫০টি সংরক্ষিত নারী আসনের মধ্যে আওয়ামী লীগ পাচ্ছে ৪৮টি। এসব আসনে মনোনয়ন পেতে এক হাজার ৫৪৯ জন ফরম সংগ্রহ করেছেন। গড়ে প্রতিটি আসনে মনোনয়নপ্রত্যাশীর সংখ্যা ৩২ জন।
সর্বশেষ সংবাদ
বিদ্যুতায়িত পিকনিকের বাস, প্রাণ গেল ৩ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর

বিদ্যুতায়িত পিকনিকের বাস, প্রাণ গেল ৩ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর