, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ , ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি মাকে উৎসর্গ করলেন হৃদয়

  • আপলোড সময় : ১০-০২-২০২৪ ১০:১০:৫৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১০-০২-২০২৪ ১০:১০:৫৬ পূর্বাহ্ন
ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি মাকে উৎসর্গ করলেন হৃদয়
চলমান বিপিএলের এবারের আসরে প্রথম সেঞ্চুরি করলেন তাওহিদ হৃদয়। যা তার নিজের বিপিএল ও টি-টোয়েন্টি ক্যারিয়ারেও প্রথম শতক। সংক্ষিপ্ত সংস্করণের এই বিশেষ ইনিংসটি তার মাকে উৎসর্গ করেছেন যুব বিশ্বকাপজয়ী এই ক্রিকেটার।

গতকাল দুর্দান্ত ঢাকার বিপক্ষে ৫৭ বলে ১০৮ রান করেছেন হৃদয়। তার এমন ইনিংসে ভর করেই জয়ের দেখা পেয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। তাইতো ম্যাচসেরার পুরস্কারও উঠেছে এই মিডল অর্ডার ব্যাটারের হাতে।

গতকাল ম্যাচসেরা হয়ে সংবাদ সম্মেলনে আসা হৃদয় বলছিলেন, ‘টি-টোয়েন্টিতে প্রথম শতক পেয়েছি, আলহামদুলিল্লাহ। এটা প্রতিটা ব্যাটারেরই স্বপ্ন, যে একটা সেঞ্চুরি করবে। গত বছর আমার সুযোগ ছিল সেঞ্চুরি করার, কিন্তু করতে পারিনি। আলহামদুলিল্লাহ, যে এবার সেঞ্চুরি হয়েছে।'

এদিকে হৃদয়ের লক্ষ্যই ছিল আক্রমণাত্মক খেলা। মাঠে গিয়ে সেটাই বাস্তবায়ন করেছেন। তিনি বলছিলেন, ‘সেঞ্চুরি তো প্রতিটি ব্যাটারের জন্যই গুরুত্বপূর্ণ। আমি প্রথম থেকে চেষ্টা করেছি আক্রমণাত্মক খেলার। কারণ রান ছিল ১৭০ প্লাস, যদি ওখানে দুই তিনটা ওভার ব্যাকফুটে যাই (তাহলে ম্যাচ থেকে ছিটকে যাবো)।'
সর্বশেষ সংবাদ
নির্বাচন যত দেরিতে হবে, ষড়যন্ত্র তত বৃদ্ধি পাবে: তারেক রহমান

নির্বাচন যত দেরিতে হবে, ষড়যন্ত্র তত বৃদ্ধি পাবে: তারেক রহমান