, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪ , ২৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


মারা গেছেন জনপ্রিয় অভিনেত্রী শেহতাজের মা

  • আপলোড সময় : ০৯-০২-২০২৪ ০৪:৪৮:০৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০২-২০২৪ ০৪:৪৮:০৫ অপরাহ্ন
মারা গেছেন জনপ্রিয় অভিনেত্রী শেহতাজের মা
এবার না ফেরার দেশে পাড়ি দিয়েছেন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী শেহতাজ মুনিরা হাশেমের মা শাহিনা খন্দকার (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। আজ শুক্রবার ৯ ফেব্রুয়ারি সকালে মারা গেছেন তিনি।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনেত্রীর মায়ের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন শেহতাজের স্বামী সংগীত পরিচালক প্রীতম হাসান। নিজের ভেরিফায়েড ফেসবুকে প্রীতম লিখেছেন, আমার শাশুড়ি আজ ভোর সাড়ে ছয়টায় মারা গেছেন। আপনারা দোয়া করবেন।

এদিকে শেহতাজের মা হারানোর খবর শুনে প্রীতমের ওই পোস্টে শোক প্রকাশ করেছেন শোবিজের অনেকে। মন্তব্যের ঘরে কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেতা সালমান মুক্তাদির লিখেছেন, আমি বিশ্বাসই করতে পারছি না। সৃষ্টিকর্তা সবাইকে এই শোক সহ্য করার শক্তি দিন।

আরেকজন লিখেছেন, শুনে খারাপ লাগছে। তোমার ও তোমার পরিবারের প্রতি রইল সমবেদনা। এদিকে ২০২২ সালের ৪ জুলাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শেহতাজের বাবা মো. আবুল হাশেম মিয়া। বাবাকে হারানোর পর এবার মা হারালেন শেহতাজ।
সর্বশেষ সংবাদ
পশ্চিমবঙ্গে নতুন বাবরি মসজিদ নির্মাণের ঘোষণা দিলেন তৃণমূল নেতা

পশ্চিমবঙ্গে নতুন বাবরি মসজিদ নির্মাণের ঘোষণা দিলেন তৃণমূল নেতা