, রবিবার, ০৬ অক্টোবর ২০২৪ , ২১ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ


হাসপাতালে ভর্তি চিত্রনায়িকা নুসরাত ফারিয়া

  • আপলোড সময় : ০৯-০২-২০২৪ ১০:২৯:১৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-০২-২০২৪ ১০:২৯:১৩ পূর্বাহ্ন
হাসপাতালে ভর্তি চিত্রনায়িকা নুসরাত ফারিয়া
এবার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন দুইবাংলার জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। গতকাল বৃহস্পতিবার ৮ ফেব্রুয়ারি রাতে হঠাৎ অচেতন হয়ে পড়লে দ্রুত রাজধানীর বনানীর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে।

এদিকে ফারিয়ার অসুস্থতার বিষয়টি নিশ্চিত করেছেন তার মা পারভিন আক্তার। গণমাধ্যমে তিনি জানান, বেশ কয়েকদিন ধরেই গ্যাস্ট্রিকজনিত সমস্যায় ভুগছিল ফারিয়া। খেতে চাচ্ছিল না, খুব মাথা ব্যথা করছিল। বৃহস্পতিবার হঠাৎ করে অচেতন হয়ে পড়লে দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাই।

অভিনেত্রীর মা আরও বলেন, সবার দোয়ায় ফারিয়া এখন একটু সুস্থ। জ্ঞান, ফিরেছে, কথাও বলছে। চিকিৎসক ফারিয়ার রক্ত পরীক্ষা করবেন বলে জানিয়েছেন। এরপরই বিস্তারিত জানা যাবে।

প্রসঙ্গত, ২০১৫ সালে বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার সিনেমা ‘আশিকি’র মাধ্যমে চলচ্চিত্রে অভিনয় শুরু করেন নুসরাত ফারিয়া। বর্তমানে দুই বাংলায় দাপটের সঙ্গে কাজ করে যাচ্ছেন তিনি। ইতোমধ্যে বেশ কিছু হিট সিনেমা উপহার দিয়েছেন এই অভিনেত্রী।
সর্বশেষ সংবাদ
আগামী তিন দিন ভারী বর্ষণের পূর্বাভাস

আগামী তিন দিন ভারী বর্ষণের পূর্বাভাস