, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ , ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


ফাইনালে সন্ধ্যায় মুখোমুখি হবে বাংলাদেশ-ভারত

  • আপলোড সময় : ০৮-০২-২০২৪ ১১:১৪:৪৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-০২-২০২৪ ১১:১৪:৪৬ পূর্বাহ্ন
ফাইনালে সন্ধ্যায় মুখোমুখি হবে বাংলাদেশ-ভারত
এবার বাংলাদেশের দ্বিতীয় নাকি ভারতের প্রথম? এই প্রশ্নটিই এখন অনূর্ধ্ব-১৯ নারী ফুটবল নিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। আজ বৃহস্পতিবার ৮ ফেব্রুয়ারি সাফ অনূর্ধ্ব ১৯ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালের পর পাওয়া যাবে এই উত্তর। তবে ফলাফল যাই হক ম্যাচে নিজেদের সেরাটা দিতে মুখিয়ে আছে বাংলাদেশের মেয়েরা।

শিষ্যদের লড়াকু মানসিকতায় ভরসা কোচ টিটুর। অন্যদিকে, লিগপর্বের ভুল শুধরে শিরোপায় চোখ ভারতের। কমলাপুর স্টেডিয়ামে ফাইনাল ম্যাচ শুরু সন্ধ্যা ৬টায়। ফুটবলে সাফল্যের গল্প মানেই তার রুপকার বাংলাদেশের নারী ফুটবল। যার বেশিরভাগ সাফল্য এসেছে বয়সভিত্তিক আসরগুলোতে।

আর এখানে মেয়েরা আরও ধারাবাহিক। সর্বশেষ ২০২১ সালে এই ভারতকে হারিয়ে সাফের শিরোপা উচিয়ে ধরেছিল বাংলার মেয়েরা। তবে বয়সভিত্তিক ফুটবলে মেয়েরা নিয়মিত সাফল্য পেলেও এখন পর্যন্ত শিরোপা ধরে রাখার নজির নেই। এবার সেই পুরানো প্রথা ভেঙ্গে শিরোপা ধরে রাখাবে বাংলাদেশ এমনটাই প্রত্যাশা করেছেন দেশের ফুটবল সমর্থকরা।
 
এদিকে দুই বছর পর অনূর্ধ্ব-১৯ সাফের ফাইনালে আবারও প্রতিপক্ষ ভারত। দু'দলের দ্বৈরথের ভেন্যুটাও অপরিবর্তিত। সাম্প্রতিক পারফরম্যান্স কিংবা সার্বিক বিবেচনায় স্বাভাবিকভাবে এগিয়ে স্বাগতিকরা। তবে কোচ এটা মানতে নারাজ। পুরানো দল কিংবা পুরানো মঞ্চ হলেও দুই দলের ফুটবলাররা অনেকেই নতুন।

এমনকি অনূর্ধ্ব-১৭ নারী বিশ্বকাপে খেলা ফুটবলার রয়েছে ভারতের এই দলে। প্রতিপক্ষ হিসেবে সব সময় ভারত কঠিন। এমনকি চলতি আসরে সবচেয়ে বেশি গোলও দিয়েছে সফররতরা। তবে এসব নিয়ে ভাবছেন না অনূর্ধ্ব-১৯ নারী দলের অধিনায়ক আফিদা খন্দকার। খেলতে চান নিজেদের স্বাভাবিক খেলা। আফিদা বলেন, 'আমরা যতটা কঠোর পরিশ্রম করেছি তার উপর আমাদের আত্মবিশ্বাস আছে। আর আত্মবিশ্বাসী হয়েই মাঠে নামবো আমরা।' 
সর্বশেষ সংবাদ
এত মানুষের রক্ত ও ত্যাগের সাথে বেইমানি করা যাবে না: সিইসি

এত মানুষের রক্ত ও ত্যাগের সাথে বেইমানি করা যাবে না: সিইসি