, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ , ১৩ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


তিন মাসে কোরআন শিখলেন ৭০ জন বয়স্ক মুসল্লি

  • আপলোড সময় : ০৭-০২-২০২৪ ০২:৩১:২২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০২-২০২৪ ০৩:০১:৩৮ অপরাহ্ন
তিন মাসে কোরআন শিখলেন ৭০ জন বয়স্ক মুসল্লি
এবার নড়াইল সদর উপজেলায় বিভিন্ন পেশার ৭০ জন বয়স্ক ব্যক্তিদের অংশগ্রহণে কোরআন শিক্ষা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ৬ ফেব্রুয়ারি রাতে শহরের দুর্গাপুর এলাকায় জেলা মডেল মসজিদে এ কোরআন শিক্ষার সমাপনী অনুষ্ঠিত হয়।
 
এদিকে ‘অতি সহজে কোরআন শিক্ষা সোসাইটি’র আয়োজনে বয়স্ক ব্যক্তিদের বিজ্ঞানভিত্তিক তিন মাসের কোরআন শিক্ষার প্রশিক্ষক ছিলেন-হাফেজ মাওলানা কারি বুলবুল আহমেদ।
 
‘অতি সহজে কোরআন শিক্ষা সোসাইটি’র জেলা পরিচালক হাফেজ মাওলানা কারি বুলবুল আহমেদ বলেন, নড়াইল জেলা মডেল মসজিদ, ভওয়াখালী মাজু বিবি জামে মসজিদ এবং রুপগঞ্জ বাজার জামে মসজিদে এ কোরআন শিক্ষার আয়োজন করা হয়।

এতে বিভিন্ন পেশার ৭০ জন অংশগ্রহণ করেন। শুদ্ধভাবে কোরআন শিক্ষা দেওয়ার লক্ষ্যে আমাদের এ কার্যক্রম পরিচালিত হয়। তিন মাসের প্রশিক্ষণ মঙ্গলবার রাতে শেষ হয়েছে। পরবর্তীতেও বিভিন্ন মসজিদে এ কার্যক্রম অব্যাহত থাকবে। সমাপনী অনুষ্ঠানে দোয়া মাহফিল ও খাবারের আয়োজন করা হয়।
 
সর্বশেষ সংবাদ
নিহত আইনজীবীকে নিয়ে অপপ্রচার করছে ভারতীয় গণমাধ্যম: প্রেস উইং

নিহত আইনজীবীকে নিয়ে অপপ্রচার করছে ভারতীয় গণমাধ্যম: প্রেস উইং