এবার চলছে বিপিএলের দশম আসর। ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক এই টুর্নামেন্টের আগের আসরগুলোতে যা ঘটেনি এবার সেই ঘটনাই ঘটলো। গতকাল মঙ্গলবার ৬ ফেব্রুয়ারি ফরচুন বরিশাল-চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ম্যাচে ঘটে এমন ব্যতিক্রম ঘটনা।
এদিকে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ১৪৬ রানের জবাবে ব্যাট করতে নেমে শেষ ওভারে ফরচুন বরিশালের দরকার ছিল ২৯ রান। আল আমিনের প্রথম দুই বল থেকে কোনো রান নিতে পারেননি মোহাম্মদ সাইফউদ্দিন। তৃতীয় বলটি সোজা বোলারের মাথার ওপর দিয়ে তুলে মারেন সাইফউদ্দিন যা গিয়ে সরাসরি আঘাত হানে স্পাইডার ক্যামে।
নিয়ম অনুযায়ী, ‘ডেড বল’ হিসেবে গণ্য হয়েছে সেই বল। বিপিএলে ইতিহাসে স্পাইডার ক্যামের সঙ্গে বলের সংঘর্ষ এবারই প্রথম দেখা গেল। সাইফউদ্দিনের এমন দুর্ভাগ্যের দিন তার দল বরিশালও হেরেছে সহজ ম্যাচে। এই পরাজয়ের ফলে প্লে অফের সমীকরণ আরও কঠিন হলো তামিমের দলের জন্য।
সাত ম্যাচে তিন জয় আর চার হারে ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের পাঁচে আছে তারা। দলের পরাজয়ের দিন ব্যক্তিগত পারফরম্যান্সে উজ্জ্বল ছিলেন সাইফউদ্দিন। দীর্ঘদিন পর মাঠে ফিরে ৪ ওভার বল করে ২৪ রান দিয়ে নিয়েছেন ১ উইকেট। ব্যাট হাতে শেষদিকে নেমে দুই ছক্কা ও দুই চারে করেছেন ১৮ বলে ৩০ রান।