সাইফুল্লাহ, নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মোহাম্মদপুরের শাহজাহান রোডে নয় তলা থেকে পড়ে প্রীতি(১৫) নামে এক গৃহকর্মী মৃত্যু হয়েছে। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৬ জনকে থানা হাজতে রেখেছে পুলিশ। গতকাল মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টায় মোহাম্মদপুরের শাহজাহান রোড এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মেয়েটি মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মিত্তিঙ্গা গ্রামের লুকেশ উড়ান এর সন্তান।
জানা যায়, এর আগে গত ৪ আগস্ট এই বাড়ির একই ফ্ল্যাট থেকে পড়ে গৃহকর্মী শিশু ফেরদৌসী গুরুতর আহত হয়। ওই ঘটনার পর শিশুটির মা জোসনা বেগম বাদি হয়ে একটি মামলা দায়ের করেছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে শাহাজাহান রোডের ২/৭ বাসার অষ্টমতলা থেকে এক কিশোরী নিহত হয়। এ সময় তার রক্তাক্ত লাশ উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। এর আগেও এই ভবনের একই ফ্ল্যাট থেকে গত বছরের আগস্ট মাসে আরেক গৃহকর্মী পড়ে রক্তাক্ত হয়। ওই সময় তার শরীরের বিভিন্ন অংশে প্রচণ্ড আঘাতের চিহ্ন পাওয়া যায়। এই বাসায় বারবার এমন ঘটনা ঘটায় স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেন।
এ ঘটনায় মোহাম্মদপুর থানার ওসি মাহফুজুল হক ভূঞা জানান, একটি জায়গা থেকে বারবার একই ধরনের ঘটনা ঘটছে বিষয়টি আমাদের কাছে রহস্যজনক মনে হচ্ছে। এর আগে ফেরদৌসী নামে ওই গৃহকর্মী জানে বেঁচে গেলেও আজ প্রীতি নামের ওই গৃহকর্মী একই কায়দায় নিচে পড়ে যায় এবং সে মারা যায়। নিহত প্রীতি দুই বছর যাবত সৈয়দ আশফাকুল হক ও তার শাশুড়ির বাসায় কাজ করতেন।