, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


আপনারা বলেন আমার কি করা উচিত: প্রশ্ন সানাইয়ের

  • আপলোড সময় : ২৪-০৫-২০২৩ ০৬:৪৪:৫০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৫-২০২৩ ০৬:৪৪:৫০ অপরাহ্ন
আপনারা বলেন আমার কি করা উচিত: প্রশ্ন সানাইয়ের
অনেক আগেই শোবিজের রঙিন দুনিয়াকে বিদায় জানান আলোচিত মডেল-অভিনেত্রী সানাই মাহবুব। তারপর ধর্মে মনোযোগী হন। ২০২২ সালের ২৭ মে বিয়ে করেন। কিন্তু বিয়ের এক বছর পূর্ণ না হতেই ভেঙে যাচ্ছে সংসার। কয়েক দিন আগে এসব তথ্য জানিয়েছেন সানাই।

আবু সালেহ মুসা নামে এক ব্যাংক কর্মকর্তার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন সানাই মাহবুব। বিয়ের পর স্বামীর সঙ্গে ঢাকায় বসবাস করছিলেন। কিন্তু বিয়েবিচ্ছেদের পথে হাঁটার কারণে অর্থনৈতিক সংকটে পড়ার ভয় পাচ্ছেন সানাই। আজ বুধবার ২৪ মে সানাই তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে এই আশঙ্কার কথা জানিয়েছেন এই অভিনেত্রী।

লেখার শুরুতে সানাই মাহবুব বলেন, ‘আপনারা সবাই জানেন যে, ২০২১ সালে আমি মিডিয়া ছেড়ে ইসলামিক লাইফ লিড করছি। এ সম্পর্কে আপনারা সবাই অবগত। আমার পক্ষে কখনোই আগের মতো আইটেম সং, ফটোশুট কিংবা সিনেমায় কাজ করা সম্ভব না। কিন্ত আমি এখন কি করব? আপনারা বলেন আমার কি করা উচিত?’

সংসার করার জন্য সব ছেড়েছিলেন সানাই। তা উল্লেখ করে এই অভিনেত্রী বলেন, ‘সংসার করার জন্য সব ছেড়ে চলে আসলাম। কিন্ত সেই সংসারটা তো এরকম হওয়ার কথা ছিল না। আমার চলতে অবশ্যই অন্য সবার মতো অর্থ প্রয়োজন, আমি আমার বাবার কাছ থেকে টাকা নিয়ে কয়দিন চলব? বাবার কাছ থেকে টাকা নেওয়াটা কি উচিত হবে? আর কতদিনই বা বাবার কাছ থেকে টাকা নেওয়া যাবে? এখন আমার কি করা উচিত আপনারাই বলেন!’

পর্দা মেনে সঞ্চালনা করার আগ্রহ প্রকাশ করেছেন সানাই মাহবুব। এ বিষয়ে এই অভিনেত্রী বলেন, ‘এখন আমি ডিসিশন নিয়েছি যে, যদি পর্দা মেইনটেইন করে উপস্থাপনা কিংবা অন্যান্য ইসলামিক অনুষ্ঠান উপস্থাপনা করা যায় তাহলে আমি অবশ্যই কাজ করব। আমি আবারো বলছি, পর্দা মেন যতটুকু কাজ করা যায় অতটুকুই করব, আপনারা যারা ডিরেক্টর কিংবা প্রোডিউসার আছেন আমার সাথে যোগাযোগ করতে পারেন এই পেইজের ইনবক্সে।’

তিনি আরও বলেন, ‘আমি আবারো বলছি, পর্দা মেইনটেইন করে যদি প্রোগ্রাম উপস্থাপনা কিংবা রান্নার অনুষ্ঠান উপস্থাপনা করা যায় আমি সেটা করব। আমার বেতন/সম্মানি আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে।’
আদালতে ব্যারিস্টার সুমনের ওপর পচা ডিম নিক্ষেপ

আদালতে ব্যারিস্টার সুমনের ওপর পচা ডিম নিক্ষেপ