গত দুই আসরের অলিম্পিকের পুরুষদের ফুটবলে সোনা জিতেছে ব্রাজিল। তবে এবার প্যারিস অলিম্পিকে কোয়ালিফাই করার মিশনে বড় ধাক্কা খেল তারা। প্রাক-অলিম্পিকের চূড়ান্ত বাছাইপর্বে আজ মঙ্গলবার ৬ ফেব্রুয়ারি প্যারাগুয়ের কাছে ১-০ গোলে হেরেছে ব্রাজিল। দিনের আরেক ঘটনাবহুল ম্যাচে ভেনেজুয়েলার বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে আর্জেন্টিনা।
এদিকে অলিম্পিক ফুটবলের বাছাইপর্বে দক্ষিণ আমেরিকার থেকে সুযোগ পাবে দুটি দল। এই বাছাইপর্বের চূড়ান্ত পর্বে উঠেছে আর্জেন্টিনা, ব্রাজিল, প্যারাগুয়ে ও স্বাগতিক ভেনেজুয়েলা। রাউন্ড রবিন পদ্ধতিতে এই চার দল একে অপরের সঙ্গে খেলবে। শেষ পর্যন্ত শীর্ষ দুই দল টিকিট পাবে প্যারিস অলিম্পিকের।
ব্রাজিল ০-১ প্যারাগুয়েঃ ভেনেজুয়েলার কারাকাসে মুখোমুখি হয়ে ব্রাজিল ও প্যারাগুয়ে। প্রথমার্ধের একেবারে শেষ মুহূর্তে ফ্যাব্রিজিও পেরালতার হেড থেকে পাওয়া গোলে এগিয়ে যায় প্যারাগুয়ে। এরপর আর কোন গোল না হওয়ায় শেষ পর্যন্ত ১-০ তে হার নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল।
যদিও ম্যাচে আগে এগিয়ে যেতে পারতো ব্রাজিল। ম্যাচের ২৯ মিনিটে পেনাল্টি পেয়েছিল তারা। তবে সেই পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন এনদ্রিক। আগামী বছর রিয়াল মাদ্রিদে যোগ দিবেন ব্রাজিলের এই প্রতিভাবান ফুটবলার।
আর্জেন্টিনা ২-২ ভেনেজুয়েলাঃ কারাকাসেই আরেক ম্যাচে মুখোমুখি হয় স্বাগতিক ভেনেজুয়েলা ও আর্জেন্টিনা। ঘটনাবহুল এই ম্যাচের শুরুতে এগিয়ে যায় ভেনেজুয়েলা। ডেভিড মার্টিনেজ মোরালেস স্বাগতিকদের এগিয়ে দেন ম্যাচের ১৬ মিনিটে।
তবে প্রথমার্ধ শেষ হওয়ার আগেই আত্মঘাতী গোলে সমতায় ফেরে আর্জেন্টিনা। দ্বিতীয়ার্ধে এগিয়েও যায় আর্জেন্টিনা। ম্যাচের ৬১ মিনিটে গোল করে আর্জেন্টিনাকে ম্যাচে প্রথমবারের মতো লিড এনে দেন থিয়াগো আলমাদা। তবে যোগ করা সময়ের দশম মিনিটে পেনাল্টি থেকে গোল করে স্বাগতিকদের ড্র উপহার দেন কেভিন কেসলি।
এই ম্যাচে আর্জেন্টিনার দুইজন এবং ভেনেজুয়েলার একজন লাল কার্ড দেখেন। ম্যাচের ৪৪ মিনিটে ভেনেজুয়েলার ব্রায়ান্ট ওর্তেগা এবং আর্জেন্টিনার ভ্যালেন্টিন বারকো লাল কার্ড দেখেন। ম্যাচের বাড়ানো সময়ে দুই দলের ফুটবলারদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। দুই দলের ফুটবলারদের হাতাহাতিতে লাল কার্ড দেখেন আর্জেন্টিনার গঞ্জালো লুজান। আগামী ৮ ফেব্রুয়ারি আবারো মাঠে নামবে এই চার দল।