দেশের বাজারে স্যামসাংয়ের নকল এসএসডি বিক্রি করছে প্রযুক্তিপণ্য বিক্রেতা প্রতিষ্ঠান স্টার টেক অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড । ঢাকার বিভিন্ন বাজার এবং অনলাইন কেনাকাটার ওয়েবসাইটে দেদারসে বিক্রি হচ্ছে স্যামসাংয়ের নকল এসএসডি। দামি এসএসডিগুলোর নকলই মূলত দেশের বাজারে ছড়িয়ে দিচ্ছে স্টার টেক ।
রাজধানীর বিবিসিএস কম্পিউটার সিটি এবং স্টার টেক এর ওয়েবসাইট দেখে জানা গেল নকল স্যামসাংয়ের এসএসডি বিক্রি হয়। স্টার টেক থেকে আসল বলেও গছিয়ে দেন নকল স্যামসাং এসএসডি ।
খোজ নিয়ে জানা যায় প্রযুক্তিপণ্য বিক্রেতা প্রতিষ্ঠান স্টার টেক স্যামসাংয়ের কেসিংয়ের ভিতরে নকল এসএসডি ড্রাইভ দিয়ে সরবাহ করে আসছে। শুধু রাজধানীতে নয় সারাদেশে স্টার টেক শাখা এবং ওয়েবসাইটের মাধ্যমে এই নকল এসএসডি ছড়িয়ে পড়েছে ।
সাজিদ খান নামে একজন ক্রেতা জানান , স্টার টেক এর গাজিপুর শাখা থেকে স্যামসাংয়ের একটি এসএসডি আসল ভেবেই কিনেছিলেন কিছুদিন আগে। কেনার কয়েক দিন পর জানতে পারেন এটি আসলে নকল সেট। ততক্ষণে সেটির কার্যক্ষমতাও কমে গেছে। তিনি আরো জানান যখন সেটা ফেরত দিতে স্টার টেক এর গাজিপুর শাখায় যান সেখানে আরো বেশি কিছু গ্রাহক পান যারা স্যামসাংয়ের এসএসডি কিনে প্রতারিত হয়েছেন ।
এই বিষয়ে জানতে বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) সহসভাপতি ও স্টারটেকের চেয়ারম্যান মোঃ রাশেদ আলী ভূঁইয়ার সাথে ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন স্টারটেক কোন নকল পণ্য বিক্রি করে না । স্যামসাংয়ের এসএসডি বিক্রি বিষয়টি সঠিক নয় বলে জানান। বাংলাদেশ কম্পিউটার সমিতিতে এই ধরনের কোনো অভিযোগ আসেনি । তবে একজন গ্রাহকের অভিযোগ পেয়েছি তার পন্য ফেরত নেওয়া হয়েছে ।
গ্রাহকদের অভিযোগ গুরুত্ব দিয়ে স্টারটেকে ওয়েবসাইটে গেলে স্যামসাংয়ের এসএসডি যথারীতি স্টাককে থাকলেও কিছুক্ষণ পরে সকল স্যামসাংয়ের এসএসডি স্টক আউট দেখানো হয় ।
সলিড স্টেট ড্রাইভের (এসএসডি) চাহিদা এখন তুঙ্গে। কম জায়গায় বেশি ধারণক্ষমতা ও গতির জন্য ক্রেতাদের প্রথম পছন্দ এখন এসএসডি ড্রাইভ। যদিও বাজারে রয়েছে ড্রাইভ সংকট। এই সুযোগে নকল হচ্ছে এসএসডি ড্রাইভ। বাজার ঘুরে দেখা গেল বেশি কপি বা নকল হচ্ছে ওয়েস্টার্ন ডিজিটাল (ডব্লিউডি) ব্র্যান্ডের এসএসডি ড্রাইভ।
খাতসংশ্লিষ্টরা বলেন, এসব হার্ডডিস্কে ব্যাডসেক্টর রয়েছে। মান ভালো না হওয়ায় তা পিসি, ল্যাপটপের ক্ষতিসাধন করতে পারে। বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) সহসভাপতির প্রতিষ্ঠান স্টারটেকে এইধণের নকল প্রযুক্তিপণ্য যদি ছড়ানো হয় তাহলে গ্রাহক আসল পণ্য কোথায় পাবে।