, রবিবার, ২৮ এপ্রিল ২০২৪ , ১৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ


ইজতেমা ময়দানের সামিয়ানা না খোলার নির্দেশ আলমী শুরার মুরুব্বিদের

  • আপলোড সময় : ০৫-০২-২০২৪ ০৫:৩১:৪৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০২-২০২৪ ০৫:৩১:৪৭ অপরাহ্ন
ইজতেমা ময়দানের সামিয়ানা না খোলার নির্দেশ আলমী শুরার মুরুব্বিদের
সাইফুল্লাহ, ঢাকা: আলমী শূরার অধীনে বিশ্ব ইজতেমা শেষ হওয়ার সাথে সাথে বয়ানের মেম্বর থেকে উপরে টাঙানো সামিয়ানা না খোলার নির্দেশ দেয়া হয়। এটি পরবর্তীতে সাদ অনুসারীদের ব্যবহারের জন্য রেখে যাওয়ার অনুরোধ করেন মুরব্বিরা। মুরব্বীদের অনুরোধের প্রেক্ষিতে ময়দানের কেউ সামিয়ানা না খুলে চলে আসে। 

ইজতেমার প্রথম পর্ব আজ (৪ ফেব্রুয়ারি) আখেরী মুনাজাতের মাধ্যমে শেষ হয়। আখেরী মুনাজাত পরিচালনা করেন কাকরাইলের শীর্ষস্থানীয় মুরব্বী মাওলানা যুবায়ের আহমাদ দা.বা.। আজ সকাল ১০টার পরে আখেরী মুনাজাত মধ্য দিয়ে সমাপ্ত হয়। পরবর্তী সাদ অনুসারীদের ইজতেমা আগামী ৯,১০ এবং ১১ তারিখ অনুষ্ঠিত হবে। 

গত কয়েক বছর আগে তাবলীগ জামাত দুই ভাগে বিভক্ত হয়ে যায়। মূলত সাদ কান্দলভীর কিছু ফতোয়া আালেম সমাজ না মেনে নেয়ায় এ বিভক্ত দেখা দেয়। এভাবে চলার ভেতর সাদ কান্দলভীকে বাংলাদেশে আসতে নিষেধ করে এবং বাঁধা দেয় আলেম সমাজ। সাদ কান্দলভী বাংলাদেশে আসলে বাংলাদেশের নিরাপত্তার কথা চিন্তা করে সাথে সাথে কাকরাইল থেকে আবার ফেরত যেতে হয়।

এ ঘটনাকে কেন্দ্র করে পরবর্তীতে ইজতেমার মাঠে আলেমপন্থী তাবলীগ জামাতের সাথে সাদ পন্থী তাবলীগ জামাতের একটি ভয়াবহ ঘটনা সংঘটিত হয়। এতে মাদরাসার ছাত্র শিক্ষক সহ সাধারণ মানুষ অনেক আহত হয়। পরবর্তীতে তাবলীগ জামাতের ভেতর সুষ্ঠ পরিচালনার মাধ্যমে গত কয়েক বছর ইজতেমা শেষ হয়।
 
সর্বশেষ সংবাদ