এবার গাড়িতে করে আসামিদের আদালতে নিয়ে যাওয়ার পথে জ্বালানি তেল শেষ হয়ে যায়। শেষে উপায় না পেয়ে আসামিদের দিয়ে গাড়ি ঠেলায় পুলিশ। ভারতের বিহারের ভাগলপুরের কাছারি চক এলাকায় এ ঘটনা ঘটে।
এদিকে ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, মদ্যপান করার অভিযোগে রোববার চার জনকে গ্রেপ্তার করে পুলিশ। তারপর তাদের পুলিশের ভ্যানে করেই আদালতে নিয়ে যাওয়া হচ্ছিল। কিন্তু কাছারি চকের কাছে এসে হঠাৎ পুলিশের গাড়িটি থেমে যায়।
চালক দেখেন, গাড়ির ট্যাঙ্কে এক ফোঁটাও জ্বালানি নেই। পরে অভিযুক্তদের নামিয়ে গাড়ি ঠেলার নির্দেশ দেন পুলিশ অফিসার। ৫০০ মিটার এভাবেই গাড়ি ঠেলে নিয়ে যেতে হয় তাদের। এ ঘটনার দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
এতে দেখা যাচ্ছে চার জন অভিযুক্তের কোমরে দড়ি বাঁধা। তারা পিছন থেকে ঠেলতে ঠেলতে গাড়িটিকে নিয়ে যাচ্ছেন। তবে তারা যাতে পালিয়ে যেতে না পারে এজন্য ওপর কড়া নজর রেখেছেন একজন পুলিশ অফিসার।
এভাবে অভিযুক্তদের দিয়ে গাড়ি ঠেলানোর ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছেন অনেকেই। তারা বলছেন, এটা অপরাধ। কেউ কেউ আবার ওই পুলিশ অফিসারের শাস্তির দাবি করেছেন।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ কমিশনার প্রমোদিত নারায়ণ সিংহ সাংবাদিকদের জানান, ঘটনাটির খবর পেয়েছি। আমরা তদন্ত শুরু করেছি। যারা দোষী প্রমাণিত হবেন তাদের বিরুদ্ধেই কড়া ব্যবস্থা নেওয়া হবে।