, বুধবার, ০১ মে ২০২৪ , ১৮ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ


শিক্ষককে লাঞ্ছনা ও হত্যাচেষ্টার প্রতিবাদে রাবির প্রশাসন ভবন অবরোধ

  • আপলোড সময় : ০৪-০২-২০২৪ ০৩:০৬:৩৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০২-২০২৪ ০৩:০৬:৩৩ অপরাহ্ন
শিক্ষককে লাঞ্ছনা ও হত্যাচেষ্টার প্রতিবাদে রাবির প্রশাসন ভবন অবরোধ
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, রাবি: রাজশাহী নগরীর তালাইমারি এলাকায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষক অধ্যাপক ড. সৈয়দ মুহাম্মদ আলী রেজার উপর দূর্বৃত্তদের হামলা ও লাঞ্চনায় প্রতিবাদ এবং হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থীরা।

রোববার (০৪ ফেব্রুয়ারি) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে কোনো আশ্বাস না পেলে বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম প্রশাসনিক ভবনের মূল ফটক অবরোধ করে আন্দোলন করেন শিক্ষার্থীরা ।

মানববন্ধনে এসময়, 'দশ বিশ উনিশ কুড়ি, প্রশাসনের হাতে চুড়ি', 'শিক্ষককে লাঞ্চনা আর না, আর না', 'শিক্ষক তোমার ভয় নাই, ছাত্রসমাজ ঘুমায় নাই', 'ছাত্র সমাজ জেগে উঠো, শিক্ষক কেন নির্যাতিত', 'শিক্ষকের প্রাণনাশ জাতির হবে সর্বনাশ', 'শিক্ষক শিক্ষার্থীদের নিরাপত্তা কোথায়?', 'শিক্ষকদের হুমকি প্রশাসনের ভূমিকা কি?', 'আমার শিক্ষক লাঞ্চিত কেন জবাব চাই, দিতে হবে' সহ বিভিন্ন প্লাকার্ড হাতে নিয়ে বিক্ষোভ করতে দেখা যায় শিক্ষার্থীদের।

এসময় বক্তারা বলেন, বিভাগের শিক্ষক আলী রেজা স্যারের উপর অতর্কিত হামলা চালানো হয়েছে এবং তাকে গলা টিপে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করা হয়েছে। অনাকাঙ্ক্ষিত এই ঘটনায় দূর্বৃত্তরা ব্যক্তি ড. আলী রেজা স্যারের গলা টিপে ধরে নি বরং এর মধ্য দিয়ে পুরো বিশ্ববিদ্যালয় তথা দেশের গলা টিপে ধরা হয়েছে।

বক্তারা আরো বলেন, ড. আলী রেজা স্যারকে লাঞ্ছনার মাধ্যমে পুরো রাজশাহী বিশ্ববিদ্যালয় পরিবারকে লাঞ্ছনা করা হয়েছে এবং প্রত্যেকের আত্মসম্মান আঘাত করা হয়েছে। প্রায় সময়ই এ ধরনের ঘটনা দেখতে পাওয়া যায়। অনেক সময় দুই-তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়৷ কিন্তু পরবর্তীতে কমিটির তদন্তের আর কোনো অগ্রগতি হয় না৷ দ্রুত অভিযুক্তদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা হোক।

বিভাগের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী মেহেদী হাসান বলেন, আগামী ২৪ ঘন্টার মধ্যে পলাতক আসামীদের গ্রেফতার, জড়িতদের সর্বোচ্চ শাস্তি সর্বোপরি শিক্ষক ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতকরণের দাবি জানাচ্ছি। তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে শিক্ষক -শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে অতি দ্রুত দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করে বিশ্ববিদ্যালয়ের সুষ্ঠু পরিবেশ বজায় রাখার আহ্বান জানান। প্রশাসন থেকে কঠোর কোনো ব্যবস্থা না নিলে ক্যাম্পাস অচল করে দেওয়ার হুমকি দেন তারা।

২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী নাহিদ বলেন, তিনি আমাদের সুপরিচিত একজন শিক্ষক। উনার উপর এমন অনাকাঙ্ক্ষিত হামলা আমরা কখনো মেনে নিব না। দুর্বৃত্তদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। তিনি বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে আবেদন জানান ভবিষ্যতে যেন এমন কাজ না হয় এটি যেন তারা খেয়াল রাখেন।

প্রসঙ্গত, গত ২৬ জানুয়ারি (শুক্রবার) রাতে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের বিপরীতে মিষ্টিবাড়ি দোকানের সামনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. সৈয়দ মুহাম্মদ আলী রেজাকে (৫৩) পথরোধ করে গাড়ি থেকে নামিয়ে মারধর ও হত্যাচেষ্টা করে দূর্বত্তরা। 
সাতক্ষীরায় রাসায়নিক দিয়ে পাকানো ১২ হাজার কেজি অপরিপক্ক আম ধ্বংস

সাতক্ষীরায় রাসায়নিক দিয়ে পাকানো ১২ হাজার কেজি অপরিপক্ক আম ধ্বংস