আজ পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, মাটির নিচে আমাদের সোনা-রূপা, তেল নেই। আমাদের শক্তি ১৮ কোটি মানুষের ৩৬ কোটি হাত। আজ বুধবার দুপুরে মৌলভীবাজারের একটি অভিজাত হোটেলে ওয়ার্ল্ড ওয়াইড ক্যাম্পেইন গ্রুপ আয়োজিত ‘জেলার উন্নয়ন ও আমাদের করণীয়’ শীর্ষক সেমিনারে মন্ত্রী এসব কথা বলেন।
এ সময় মন্ত্রী আরও বলেন, উন্নত দেশের মানুষের মতো বেঁচে থাকতে যোগ্য নেতৃত্ব দরকার। যোগ্য ও দৃঢ়চেতা সম্পন্ন নেতৃত্ব গুণ রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্যে। যারা দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে উন্নয়ন বিঘ্নিত করতে চায়, তদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। তারা নির্বাচনের বিরুদ্ধে অবস্থান নিয়ে শেখ হাসিনাকে ফেলে দেওয়ার হুমকি দিচ্ছে।
আগামী জাতীয় নির্বাচনের বিষয়ে মন্ত্রী বলেন, আমাদের ঘর আমাদেরই রক্ষা করতে হবে। কারো দয়ায় আমরা চলি না। পরিকল্পনা মন্ত্রী আরও বলেন, আমাদের মাঝ নদীতে ফেলে বিশ্বব্যাংক সরে গেলেও পদ্মা সেতুর কাজ আটকে থাকেনি।
জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম’র সভাপতিত্বে ও ওয়ার্ল্ড ওয়াইড ক্যাম্পেইন গ্রুপের সমন্বয়ক প্রবাসী মোহাম্মদ মকিস মনসুরের সঞ্চালনায় সেমিনারে বক্তব্য দেন সংসদ সদস্য নেছার আহমদ, সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন, জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, মৌলভীবাজার পৌর মেয়র ফজলুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান কামাল হোসেন।