, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪ , ২৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


বিয়ের ৮ বছর পর স্ত্রীর মুখ দেখালেন ইরফান পাঠান

  • আপলোড সময় : ০৪-০২-২০২৪ ০২:০৭:০৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০২-২০২৪ ০২:০৭:০৪ অপরাহ্ন
বিয়ের ৮ বছর পর স্ত্রীর মুখ দেখালেন ইরফান পাঠান
এবার সাবেক ভারতীয় ক্রিকেটার ইরফান পাঠানের বিয়ের ৮ বছর পূর্ণ হলো। অষ্টম বিবাহবার্ষিকীতে ইরফান তার স্ত্রীর সঙ্গে একটি ছবি পোস্ট করেন। এর মাধ্যমেই তিনি তার স্ত্রী সাফা বাইগকে প্রথমবার প্রকাশ্যে আনলেন। গতকাল শনিবার ৩ ফেব্রুয়ারি রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে স্ত্রী সাফা বাইগকে নিয়ে একটি আদুরে বার্তা দেন তিনি।

এদিকে নিজেদের একটি ছবি পোস্ট করে ইরফান লেখেন, ‘একাধিক চরিত্র যা দক্ষতার সঙ্গে একজন মানুষই পালন করছেন। মুড ভালো করে দেয়ার মানুষ, কমেডিয়ান, সমস্যা তৈরি করার লোক, সবসময়ের সঙ্গী, বন্ধু, আমার দুই সন্তানের মা। এই সুন্দর সফরে আমি তোমাকে আমার স্ত্রী হিসেবে পেয়ে ধন্য। হ্যাপি এইটথ আমার ভালোবাসা।’ সবশেষ ভালোবাসার ইমোজি জুড়ে দেন তিনি।
 
এর আগে গত ২০১৬ সালে বিয়ে করেছিলেন ইরফান পাঠান এবং সাফা বাইগ। বর্তমানে দুই পুত্র নিয়ে তাদের সংসার। তাদের দুই ছেলের নাম ইমরান ও সুলেমান। ছবিতে ইরফানকে কালো কুর্তা পরে স্ত্রীর পাশে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে। অন্যদিকে সাফার পরনে ছিল হালকা গোলাপি রঙের চুড়িদার ও সাদা ওড়না।
 
এদিকে ইরফানের পোস্টে অনেকেই মন্তব্য করেছেন, ‘অবশেষে মুখ দেখালেন!’ আরেকজন লেখেন, ‘দুর্দান্ত মানিয়েছে আপনাদের। অনেক শুভেচ্ছা।’ কেউ আবার লেখেন, ‘সানিয়া মির্জা এবার বুঝবেন তিনি ঠিক কত বড় ভুল করেছিলেন।’ তবে বোরকা ছাড়া স্ত্রীর ছবি পোস্ট করার জন্য কেউ কেউ আবার কটাক্ষ করেছেন সাবেক ক্রিকেটারকে।
সর্বশেষ সংবাদ
পশ্চিমবঙ্গে নতুন বাবরি মসজিদ নির্মাণের ঘোষণা দিলেন তৃণমূল নেতা

পশ্চিমবঙ্গে নতুন বাবরি মসজিদ নির্মাণের ঘোষণা দিলেন তৃণমূল নেতা