, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪ , ২৬ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


চকরিয়ায় ৪ দিন ব্যাপী নারী উদ্যোক্তা মেলা শুরু

  • আপলোড সময় : ০৪-০২-২০২৪ ১০:৫২:১৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৪-০২-২০২৪ ১০:৫২:১৯ পূর্বাহ্ন
চকরিয়ায় ৪ দিন ব্যাপী নারী উদ্যোক্তা মেলা শুরু
মোহাম্মদ রিদুয়ান হাফিজ কক্সবাজার প্রতিনিধি: চকরিয়ায় আত্মপ্রত্যয় নারী উদ্যোক্তাদের আয়োজনে বসন্ত বরণ ও তাদের উৎপাদিত পণ্যের মেলা ২০২৪ শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার (৩ ফেব্রুয়ারী) সন্ধ্যায় চকরিয়া বিজয় মঞ্চ কেন্দ্রীয় শহীদ মিনারে মাঠে চারদিন ব্যাপী এ মেলা চলবে বলে জানায় মেলা কর্তৃপক্ষ।

মেলার বিভিন্ন জায়গায় ঘুরে দেখা যায় স্টল ও দোকান পাঠের ভরপুর হয়ে কানায় কানায় পূর্ণ হয়ে গেছে মেলার স্থাল। চকরিয়ায় আত্মপ্রত্যয়ী নারী উদ্যোক্তার সভাপতি নূরী জন্নাত জিনিয়ার সভাপতিত্বে ও নারী উদ্যোক্তা ফরিদা ইয়াছমিন ও সাবিনা ইয়াছমিনের সঞ্চালনায় মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া-পেকুয়া আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব জাফর আলম বিএ (অনার্স) এমএ।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মকছুদুল হক ছুট্টুো, পৌরসভা আওয়ামী লীগের সভাপতি জাহিদুল ইসলাম লিটু, চিরিংগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামাল উদ্দিন চৌধুরী, পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর চৌধুরী, বিএমচর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব বদিউল আলম, ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেলাল উদ্দিন হেলালী, চকরিয়ায় বিআরডিবির চেয়ারম্যান আব্দুল হাকিম, ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসানুল ইসলাম আদর, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাউছার উদ্দিন কছির, পৌরসভার সাবেক প্যানেল মেয়র বশিরুল আয়ূব, তরুণ উদ্যোক্তা তানভীর আহমদ ছিদ্দিকী তুহিন।

এদিকে মেলায় আসা দর্শনার্থীরা মেলারস্থল ঘুরেফিরে দেখেন। তারা মেলার পরিবেশ ও অনুষ্ঠান দেখে মুগ্ধ। আত্মপ্রত্যয়ী নারী উদ্যোক্তাদের মেলা ঘুরে দেখা যায়, মেলায় স্টল দিয়েছেন ৩০ জনের বেশি নারী উদ্যোক্তা মেলায় অংশ নেওয়া অধিকাংশ নারীরা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে নিজেদের ব্যবসা শুরু করেন। রাখছেন দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা।

নারী উদ্যোক্তারা যেমন নিজেদের বেকারত্ব দূর করেছেন পাশাপাশি তারা পরিবারকেও আর্থিকভাবে করছেন সাবলম্বী। মেলায় গ্রাহকদের জন্য রয়েছে কাপড়,গহনা, পিঠাপুলি, কেক ও প্রসাধনীসহ বিভিন্ন রকমের পণ্য। সব স্টলেই ছিল দর্শনার্থীদের ভিড়। মেলায় ঘুরাঘুরির পাশাপাশি পণ্য কিনতে পারায় খুশি ছিলেন গ্রাহকরা। এ মেলায় প্রতিদিন সন্ধ্যায় থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান।
ভাষা সৈনিক ফজলুল হক আর নেই

ভাষা সৈনিক ফজলুল হক আর নেই