, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫ , ৬ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ


চলতি বছরে প্রথমবার ১১ ফেব্রুয়ারি মুখোমুখি হবে ব্রাজিল-আর্জেন্টিনা

  • আপলোড সময় : ০৩-০২-২০২৪ ০৪:৪৮:৫৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০২-২০২৪ ০৪:৪৮:৫৪ অপরাহ্ন
চলতি বছরে প্রথমবার ১১ ফেব্রুয়ারি মুখোমুখি হবে ব্রাজিল-আর্জেন্টিনা
এবার গুঞ্জন বলছে ২০২৪ অলিম্পিকে জায়গা পেলে লিওনেল মেসি আর অ্যানহেল ডি মারিয়াকে নিয়েই প্যারিসে যাবে আর্জেন্টিনা। গত ২০০৮ সালে বেইজিং অলিম্পিক জেতানো দুই তারকা ১৬ বছর পর আবার খেলবেন গ্রেটেস্ট শো অন আর্থে। তবে সেই লক্ষ্যে তাদের পেরুতে হবে বাছাইপর্বের বাঁধা। 
 
আর সেই বাছাইপর্বে আপাতত নিজেদের জায়গা নিশ্চিত করেছে জুনিয়র আর্জেন্টাইনরা। আজ শনিবার প্রাক বাছাইপর্বে নিজেদের গ্রুপের শেষ ম্যাচে উরুগুয়ের সঙ্গে ড্র করলেও নিজের গ্রুপ থেকে শীর্ষস্থান নিশ্চিত করেই বাছাইপর্বে নিশ্চিত করেছে আলবিসেলেস্তেরা।

অন্যদিকে ব্রাজিল আগেই নিশ্চিত করেছে তাদের বাছাইপর্ব। ৪ ম্যাচের মধ্যে ৩টি ম্যাচেই জয় পেয়েছিল এন্ড্রিকরা। অলিম্পিক বাছাইয়ের নিয়ম অনুযায়ী— ‘এ’ ও ‘বি’ এই দুই গ্রুপ থেকে দুটি করে চারটি দল উঠবে বাছাইপর্বের চূড়ান্ত পর্বে। সেখান থেকে শীর্ষ দুটি দল সুযোগ পাবে ২০২৪ প্যারিস অলিম্পিকে।

‘এ’ গ্রুপের সেরা দুইয়ে থেকে চূড়ান্ত পর্বে পা রেখেছে ব্রাজিল ও ভেনেজুয়েলা। ‘বি’ গ্রুপ থেকে আর্জেন্টিনা ও প্যারাগুয়ে চূড়ান্ত পর্ব নিশ্চিত করেছে। বাছাইয়ের চূড়ান্ত পর্বে আগামী ৫ ফেব্রুয়ারি আর্জেন্টিনার প্রথম প্রতিপক্ষ ভেনেজুয়েলা। পরবর্তীতে ৮ ফেব্রুয়ারি প্যারাগুয়ের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা।

অন্যদিকে, ব্রাজিল ৫ ফেব্রুয়ারি প্যারাগুয়ে ও ৮ ফেব্রুয়ারি ভেনেজুয়েলার মুখোমুখি হবে। আর ১১ ফেব্রুয়ারি চলতি বছরে প্রথমবার মুখোমুখি হবে ব্রাজিল এবং আর্জেন্টিনা। ভেনিজুয়েলার কারাকাসে হবে সেই ম্যাচ। এই পর্বে সেরা দুই দলই যাবে প্যারিস অলিম্পিকে। 
সর্বশেষ সংবাদ
মাত্র ১০৮ দিনে কোরআনের হাফেজ ৮ বছরের তামিম

মাত্র ১০৮ দিনে কোরআনের হাফেজ ৮ বছরের তামিম