, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


বাঁচা-মরার ম্যাচে রাতে মাঠে নামছে ব্রাজিল

  • আপলোড সময় : ২৪-০৫-২০২৩ ০৩:০৮:৩৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৫-২০২৩ ০৩:০৮:৩৭ অপরাহ্ন
বাঁচা-মরার ম্যাচে রাতে মাঠে নামছে ব্রাজিল
এবার আর্জেন্টিনার মাটিতে শুরু হয়েছে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের ২৩তম আসর। আসরে নিজেদের প্রথম ম্যাচে ইতালির যুবাদের কাছে ৩-২ গোলে পরাজিত হয়েছে ব্রাজিল। আজ দিবাগত রাতে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে সেলেসাও যুবারা। তাই টুর্নামেন্টে টিকে থাকতে হলে তাদের আজ জয় পেতেই হবে। নিজেদের ফিরে পাওয়ার ম্যাচে আজ তাদের প্রতিপক্ষ ডমিনিকান রিপাবলিক। 

ব্রাজিল রয়েছে ‘গ্রুপ ডি’তে। এই গ্রুপের অপর দুই দল হলো ইতালি ও নাইজেরিয়া। ব্রাজিল-ডমিনিকান রিপাবলিকের ম্যাচটি অনুষ্ঠিত হবে আজ বুধবার ২৪ মে বাংলাদেশ সময় দিবাগত রাত ৩টায়। মেন্ডোজার এস্তাদিও মালভিনাস আর্জেন্টিনাসে গড়াবে ম্যাচটি। নিজেদের প্রথম ম্যাচে ইতালির বিপক্ষে ৩-২ গোলে হেরেছে ব্রাজিল।

অন্যদিকে পরপর দুই ম্যাচ জয়ে আর্জেন্টিনার পরবর্তী পর্ব নিশ্চিত হয়েছে। দলটি ৬ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের শীর্ষে রয়েছে। পরের পর্ব অনেকটাই নিশ্চিত হয়েছে গ্রুপটির অন্য দল নিউজিল্যান্ডের।  উল্লেখ্য, এবারের অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের আয়োজক ছিল ইন্দোনেশিয়া। তবে ইসরায়েলকে খেলতে না দেয়ার ঘোষণা দেয়ায় ফিফা ভেন্যু পরিবর্তন করে নিয়ে যায় লাতিন আমেরিকান দেশ আর্জেন্টিনায়।

যদিও আর্জেন্টিনা বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেনি। তবে স্বাগতিক হিসেবে টুর্নামেন্টটিতে অংশ নেয়ার সুযোগ পায় তারা। ছয় গ্রুপের ২৪ দলের মধ্যে প্রতিটি গ্রুপ থেকে দুইটি করে মোট ১২টি ও তৃতীয় স্থানে থাকা সেরা ৪টি দল যাবে নকআউট পর্বে। এরপর শেষ ষোলো, কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনাল শেষে ১১ জুন শিরোপা নির্ধারণী ম্যাচ অনুষ্ঠিত হবে।
দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস

দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস