, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ , ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


ভারতে নবম শ্রেণির পাঠ্যবইয়ে ‘ডেটিং অ্যান্ড রিলেশনশিপ’ 

  • আপলোড সময় : ০৩-০২-২০২৪ ১১:৩২:২৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৩-০২-২০২৪ ১১:৩২:২৩ পূর্বাহ্ন
ভারতে নবম শ্রেণির পাঠ্যবইয়ে ‘ডেটিং অ্যান্ড রিলেশনশিপ’ 
এবার সপ্তম শ্রেণির ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের ‘মানুষে মানুষে সাদৃশ্য ও ভিন্নতা’ নামক একটি অধ্যায়ে একটি গল্প নিয়ে গত মাসে তুমুল আলোচনা-সমালোচনা হয়েছে বাংলাদেশে। এ ইস্যুতে আন্দোলন পর্যন্ত হয়েছে। তৃতীয় লিঙ্গের একজন মানুষকে নিয়ে লেখা  ‘শরীফার গল্প’ নিয়ে ওই পরিস্থিতি তৈরি হয়। 

এদিকে ভারতের নবম শ্রেণির সিলেবাসে এমন বিষয় যোগ করেছে, যেখানে ‘ডেটিং’, ‘সম্পর্কের জটিলতা’ ইত্যাদি নিয়ে আলোচনা করা হয়েছে। এসব নিয়ে লেখা অংশের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরছে। এ পদক্ষেপকে সাধুবাদ জানাচ্ছেন অনেকেই।

পুরো অধ্যায়টি পড়ার ইচ্ছে প্রকাশও করছেন কেউ কেউ। অনেকে নিজেদের স্কুল জীবনের অভিজ্ঞতার কথাও বলছেন। অনেক বাবা-মায়েরাই এই বিষয়ে প্রতিক্রিয়া জানাচ্ছেন। সামগ্রিকভাবে, ভারতীয় শিক্ষা ব্যবস্থায় এই প্রগতিশীল পদক্ষেপের জন্য ইতিবাচক সাড়া পড়েছে সমাজমাধ্যমে।

আগামী দিনে এমন অনেক বিষয় সিলেবাসে যোগ করার অনুরোধও জানানো হচ্ছে। মনে করা হচ্ছে, স্কুল জীবনেই যদি সম্পর্কের এই সব জটিলতার ব্যাপারে শিক্ষার্থীরা জ্ঞান লাভ করে, তবে অনেক অপরাধ, আত্মহত্যার মতো ঘটনা আটকানো সম্ভব হবে। 
সর্বশেষ সংবাদ