, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ , ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


বাঁচা-মরার ম্যাচে আজ পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ

  • আপলোড সময় : ০৩-০২-২০২৪ ১০:৪৮:৩২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৩-০২-২০২৪ ১০:৪৮:৩২ পূর্বাহ্ন
বাঁচা-মরার ম্যাচে আজ পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ
চলমান অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সুপার সিক্সের প্রথম ম্যাচে নেপালের বিপক্ষে দাপুটে জয় পেয়েছে বাংলাদেশ। তবুও জুনিয়র টাইগারদের সামনে সেমিফাইনালে পথ অনেকটায় কঠিন। দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের বিপক্ষে সেই কঠিন সমীকরণ নিয়ে মাঠে নামবে বাংলাদেশ।

আজ শনিবার ৩ ফেব্রুয়ারি দক্ষিণ আফ্রিকার ব্লুমফন্টেইনে পাকিস্তানকে মোকাবিলা করবে লাল-সবুজের প্রতিনিধিরা। বাংলাদেশ সময় দুপুর ২টায় মাঠে নামবে দুই দল। গত ম্যাচে নেপালকে হারিয়ে বাংলাদেশের বর্তমান নেট রানরেট হয়েছে ০ দশমিক ৩৪৮।

এই মুহূর্তে পয়েন্ট টেবিলের দুইয়ে থাকা পাকিস্তানের নেট রানরেট ১ দশমিক ০৬৪। ওই হিসেবে এই ম্যাচে পাকিস্তানের বিপক্ষে একটা নির্দিষ্ট ব্যবধানে জিততে হবে জুনিয়র টাইগার। এমন এক ব্যবধানে জয় পেতে হবে, যাতে পাকিস্তানের রানরেট নেমে আসে বাংলাদেশেরও নিচে।

তবে এই কঠিন সমীকরণ নিয়ে চিন্তা করতে চান না বাংলাদেশ দলের অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বি। তাদের মূল লক্ষ্য ম্যাচ জেতা। রাব্বি বলেন, আমাদের আগে ম্যাচটা জিততে। আমরা সেই ভাবেই প্রস্তুতি নিচ্ছি। তারপর পরিস্থিতি অনুযায়ী ম্যানেজমেন্ট যেটা করতে বলবে আমরা সেটা করব।

তিনি আরও বলেন, আমরা ভারত বাদে সবার সঙ্গেই ভালো ক্রিকেট খেলেছি। আমরা চেষ্টা করব পাকিস্তানের সঙ্গেও ভালো করার জন্য। আর আগে যে ভুলগুলো করেছি, সেগুলো দ্বিতীয়বার না করার।
সর্বশেষ সংবাদ
চাকরিপ্রত্যাশীদের ১ বছর রাষ্ট্র থেকে ভাতা দেওয়ার ব্যবস্থা করা হবে:আমীর খসরু

চাকরিপ্রত্যাশীদের ১ বছর রাষ্ট্র থেকে ভাতা দেওয়ার ব্যবস্থা করা হবে:আমীর খসরু