, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ , ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ এখন আর সমাজের বোঝা নয়: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

  • আপলোড সময় : ০২-০২-২০২৪ ০৯:৫৪:৫২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০২-২০২৪ ০৯:৫৪:৫২ অপরাহ্ন
বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ এখন আর সমাজের বোঝা নয়: জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফাইল ছবি
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, বর্তমান সরকার বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিকদের জন্য কাজ করে যাচ্ছে। সেই সঙ্গে তাদের লেখাপড়াসহ কর্মসংস্থানের ব্যবস্থা করছে। তারা এখন ভাতা পাচ্ছে। বিশেষ চাহিদা সম্পন্ন মানুষরা এখন আর সমাজের বোঝা নয়। এদের ভালো করে শিক্ষিত করতে পারলে তাদেরও চাকরির ব্যবস্থা করছে বর্তমান সরকার। 

শুক্রবার দুপুরে মেহেরপুর বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, সরকার বাংলাদেশকে শান্তির জনপদে পরিণত করেছে। দেশের প্রতিটি মানুষ ভালো থাকবে এটাই প্রধানমন্ত্রীর অঙ্গিকার।

মেহেরপুর বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের সভাপতি সৈয়দা মোনালিসা ইসলামের সভাপতিত্বে ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শামীম হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার কামরুল আহসান, মেহেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার কাজী নাজিব হাসান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুপালি খাতুন।

এ সময় উপস্থিত ছিলেন- পাবলিক প্রসিকিউটর পল্লব ভট্টাচার্য, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল হাসেম, মহিলা ভাইস চেয়ারম্যান লতিফুননেছা লতা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাহিদা ইসলামসহ বিদ্যালয়ের শিক্ষক কর্মচারীরা।
দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস

দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস