দেশের জনপ্রিয় সুপারস্টার শাকিব খান। বিগত দুই দশক ধরে ঢাকাই সিনেমায় রাজত্ব করছেন তিনি। তার ছবি মানে এখনও দর্শকের উচ্ছ্বাস, লগ্নিকারদের স্বস্তি। ব্যক্তিজীবন নিয়ে বেশকিছু দিন ধরেই আলোচনায় এই নায়ক। এগুলোকে পুঁজি করে অনেকেই নানা অভিযোগের তীরে বিদ্ধ করেন তাকে।
সম্প্রতি সেইসব সমালোচকদের সমুচিন জবাব দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন বাংলা ব্যান্ড সংগীতের বহু কালজয়ী গানের স্রষ্টা গীতিকার, সুরকার প্রিন্স মাহমুদ। সমালোচনার চাপায় যেন ঢাকাই সিনেমায় শাকিবের অবদানকে কেউ ভুলে না যান, এমন ইঙ্গিত দিয়ে এবার সামাজিক যোগাযোগ মাধ্যেমে দীর্ঘ একটি লেখা দিয়েছেন সংগীতশিল্পী আসিফ আকবর।
সিনেমায় শাকিবের অবদানের কথা উল্লেখ করে আসিফ এসময় বলেন,‘বিখ্যাতদের ব্যক্তিগত বিষয়গুলোই আলোচনা সমালোচনায় থাকবে, এটাই স্বাভাবিক। জৌলুসপূর্ণ ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রির চোখ রাঙানি সত্ত্বেও শাকিব খান আজও একাই সিনেমা হলে দর্শক টেনে চলেছেন। আর এজন্যই তিনি কিং খান…।’
সমালোচকতের উদ্দেশে আসিফের বক্তব্য এমন,‘তারকাদের ব্যক্তিজীবন নিয়ে মানুষের মধ্যে একটা ফ্যান্টাসি সবসময়ই কাজ করে। এটা নতুন কোন চর্চা নয়, বরং রঙ্গীন দুনিয়ার খবরাখবরের শেল্টার নিয়ে একধরনের পরচর্চায় অনেকে নিজের অন্ধকার জগৎকে নিমিষে গুম করে ফেলেন।’
শাকিবের ছবি বাণিজ্যসফল হলে এখনও ইন্ডাস্ট্রি অক্সিজেন পায়, এমনটা দাবি করে আসিফ লিখেন,“যশ খ্যাতি উপরওয়ালার দান, মানুষ শুধুই উপভোগ করতে পারে। একজন শাকিব খানের সিনেমা ব্যবসা করলে লাখো মানুষের পরিবার চলে, ইন্ডাস্ট্রি অক্সিজেন পায়। এদেশে মানুষের বিনোদনের সুযোগ এমনিতেই সীমিত। সোশ্যাল মিডিয়ার এলে বেলে দূরন্তপনায় ভাল মন্দ সবই ছড়িয়ে পরে দ্রুত, সেগুলো স্থায়িত্বও পায় সিজনাল জামের মত। আঁতেলদের তীর্যক পর্যবেক্ষণ পায়ে দলে বাংলা সিনেমার প্রাণ শাকিব খানই। এখনো শাকিব খানের লিপে গান দিতে পারলে গায়করা ক্যারিয়ারের পালে বাতাস পায়, নায়িকারা ব্রেক পায়, প্রযোজকরা লগ্নি ফেরত পাওয়ার ভরসা রাখেন, পরিচালকরা ভাল সিনেমা বানানোর স্বপ্ন দেখেন।”
আসিফ আরও লিখেন,“দিনশেষে তারকাদের মূল্যায়ণ তার পেশাদারীত্বেই নিহিত থাকে, শোবিজের গাল গপ্পো ক্ষুদ্রতম অংশ মাত্র। এরকম একজন শাকিব খানকে বিভিন্ন প্রকার মিডিয়া বিভ্রাটে ফেলে সর্বোচ্চ আহত করা যাবে, নিঃশেষ করা অসম্ভব।”
এদিকে শাকিবকে আনপ্যারালাল নায়ক আখ্যা দিয়ে আসিফ লিখেন,“আমি মনে প্রাণে বিশ্বাস করি- শাকিব খান এখনো দেশের সেরা নায়ক, তার যে কোন বিকল্প ভাবা বিনা বিনিয়োগে জাস্ট টাইম পাস করা। গায়ক হিসেবে আমি শাকিব খানের একজন সহকর্মী মাত্র। আমি চাই তিনি বাংলাদেশের আনপ্যারালাল নায়ক হিসেবে মৃতপ্রায় ইন্ডাস্ট্রিকে টেনে নিয়ে যান ক্রমোন্নতির দিকে।”