, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪ , ২৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


বিশ্ব ইজতেমায় জুমার নামাজে লাখো মুসল্লি, মাঠ ছাড়িয়ে বসেছেন সড়ক-ফুটপাতে

  • আপলোড সময় : ০২-০২-২০২৪ ০২:০১:২৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০২-২০২৪ ০২:০১:২৯ অপরাহ্ন
বিশ্ব ইজতেমায় জুমার নামাজে লাখো মুসল্লি, মাঠ ছাড়িয়ে বসেছেন সড়ক-ফুটপাতে
এবার গাজীপুরের টঙ্গীর তুরাগতীরে বিশ্ব ইজতেমা ময়দানে আজ শুক্রবার ২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের বৃহত্তম জুমার জামাত। এ নামাজে শরিক হতে ইজতেমায় অংশ নেওয়া মুসল্লির পাশাপাশি গাজীপুরের আশপাশের বিভিন্ন জেলার মুসল্লিরা এসেছেন।

আজ দুপুর দেড়টায় দেশের সর্ববৃহৎ জুমার জামাতে ইমামতি করবেন কাকরাইলের মুরুব্বি মাওলানা জোবায়ের। ইজতেমার প্রথম পর্বের মিডিয়া সমন্বয়ক মো. হাবিবুল্লাহ রায়হান বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে ইজতেমা মাঠে জায়গা না পেয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ও কামারপাড়া-স্টেশন রোডসহ ফুটপাতে বসেছেন মুসল্লিরা।

এদিকে পাবনার তারেক ও মাজেদুল গাজীপুরের একটি কারখানায় কাজ করেন। তারাও এসেছেন বিশ্ব ইজতেমার জুমার নামাজে অংশ নিতে। তারেক বলেন, ভিড় হবে জেনেই বন্ধের দিন থাকায় খুব সকালে ইজতেমা ময়দানে এসেছি। ভেতরে জায়গা না পেয়ে কামারপাড়া সড়কে অবস্থান নিয়েছি। এখানে নামাজ পড়ব। লাখ লাখ মুসল্লির সঙ্গে নামাজ পড়তে পারা ভাগ্যের ব্যাপার।

আরেক মুসল্লি আনোয়ার হোসেন বলেন, লাখ লাখ মুসল্লি একসঙ্গে আল্লাহর দরবারে হাত তুললে কারও হাত হয়ত আল্লাহ কবুল করে নেবেন। সেই আশায় এসেছি ইজতেমা জুমার নামাজে। এর আগে শুক্রবার বাদ ফজর আমবয়ানের মধ্য দিয়ে প্রথম পর্বের ইজতেমার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে।

এদিকে আজ শুক্রবার শুরু হয়েছে এবারের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব (মাওলানা জুবায়ের অনুসারী)। এ পর্ব চলবে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত। চার দিন বিরতি দিয়ে ৯ ফেব্রুয়ারি ইজতেমার ২য় পর্ব (মাওলানা সাদ অনুসারী) শুরু হয়ে তা চলবে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত।
 
সর্বশেষ সংবাদ
পশ্চিমবঙ্গে নতুন বাবরি মসজিদ নির্মাণের ঘোষণা দিলেন তৃণমূল নেতা

পশ্চিমবঙ্গে নতুন বাবরি মসজিদ নির্মাণের ঘোষণা দিলেন তৃণমূল নেতা