, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ , ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


গোলের পর মাঠেই রোনালদোর সিজদা!, জিতল দল

  • আপলোড সময় : ২৪-০৫-২০২৩ ০১:৪০:২৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৫-২০২৩ ০১:৪০:২৮ অপরাহ্ন
গোলের পর মাঠেই রোনালদোর সিজদা!, জিতল দল
এক মাস আগেও ম্যাচ শেষে ড্রেসিংরুমে ফেরার সময় ঊরুসন্ধিতে হাত দিয়ে অশালীন অঙ্গভঙ্গি করেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। তাকে সৌদি আরব থেকে তাড়িয়ে দেওয়ার দাবি উঠেছিল। গতকাল মঙ্গলবার আল শাবাবের বিপক্ষে গোল করে গোটা আরব বিশ্বের মন জয় করলেন পর্তুগিজ উইঙ্গার। 

ম্যাচের ৫৯তম মিনিটে গুস্তাভোর পাসে দুই ডিফেন্ডারকে বোকা বানিয়ে বাঁদিক থেকে ডানে এগিয়ে বক্সের প্রান্ত থেকে দুর্দান্ত ড্রাইভে গোল করেন রোনালদো। ২ গোলে পিছিয়ে থাকার পর তার ওই লক্ষ্যভেদে জিতে যায় আল নাসর। গোলের পর চিরচেনা ‘সিইইউ’ উদযাপনের পর সিজদা করেন ৩৮ বছর বয়সী ফরোয়ার্ড।

সতীর্থরা যখন তাকে ঘিরে ধরে উল্লাস করছিলেন, তখন হঠাৎ সিজদা করে ক্লাবের মুসলমান সতীর্থদের চমকে দেন। মঙ্গলবার পাঁচ গোলের রোমাঞ্চে ৩-২ এ জিতেছে তার দল। প্রথমার্ধে লুইজ গুস্তাভোর বক্সের মধ্যে হ্যান্ডবলের কারণে পেনাল্টি পায় আল শাবাব। গনসালো গুয়াঙ্কো স্পট থেকে অগাস্টিন রোসিকে পরাস্ত করেন।

ম্যাচের ৪০তম মিনিটে বক্সের প্রান্ত থেকে নিচু কোনাকুনি শটে বাঁ দিক দিয়ে জোড়া গোল পূর্ণ করেন এই আর্জেন্টাইন। ৪৪তম মিনিটে একটি গোল শোধ দেন অ্যান্ডারসন তালিস্কা। মৌসুমের ষষ্ঠ গোল করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। বিরতিতে ২-১ গোলে পিছিয়ে ছিল আল নাসর। আব্দুলরহমান ঘারিব ৫১তম মিনিটে ছয় গজ দূর থেকে দারুণ ফিনিশিংয়ে সমতা ফেরান। তারপর রোনালদোর জাদু।

ওই গোল গড়ে দেয় পার্থক্য। এই জয়ে লিগে ট্রফি জয়ের আশা বাঁচিয়ে রাখলো আল নাসর। মৌসুমের ২ ম্যাচ হাতে রেখে শীর্ষস্থান থেকে তিন পয়েন্ট পেছনে তারা।  ২৮ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে টেবিলের দুই নম্বরে আল নাসর। সমান খেলে ৬৬ পয়েন্টে সবার ওপরে আল ইত্তিহাদ।
সর্বশেষ সংবাদ
বিদ্যুতায়িত পিকনিকের বাস, প্রাণ গেল ৩ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর

বিদ্যুতায়িত পিকনিকের বাস, প্রাণ গেল ৩ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর