, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪ , ১৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ


ব্যক্তিগত গাড়ি নেই, সিএনজি করে সংসদে আসলেন সর্বকনিষ্ঠ এমপি

  • আপলোড সময় : ০১-০২-২০২৪ ১২:১৬:৫৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০২-২০২৪ ১২:১৬:৫৮ অপরাহ্ন
ব্যক্তিগত গাড়ি নেই, সিএনজি করে সংসদে আসলেন সর্বকনিষ্ঠ এমপি সংগৃহীত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ ৬৮ স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছে। এবারে সংসদ নির্বাচনে সর্বকনিষ্ঠ সংসদ সদস্য হিসেবে রেকর্ড গড়লেন আজিজুল ইসলাম খন্দকার আজিজ।

সার্টিফিকেট অনুযায়ী বর্তমানে খন্দকার আজিজের বয়স মাত্র ২৮ বছর। তিনি যশোর-৬ (কেশবপুর) সংসদীয় আসন থেকে ৯ হাজার ৫৭৫ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন। প্রতিপক্ষও ছিলেন দুই হেভিওয়েট প্রার্থী। একজন নৌকা প্রতীকের আলোচিত-সমালোচিত যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদ্য সাবেক সংসদ সদস্য শাহীন চাকলাদার। অন্যজন স্বতন্ত্র প্রার্থী ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও দু’বারের উপজেলা চেয়ারম্যান এইচ এম আমির হোসেন।

গত বুধবার (৩০ জানুয়ারী) দ্বাদশ জাতীয় সংসদ প্রথম অধিবেশন শুরু হয়েছে। এই সংসদে আওয়ামী লীগের বাইরে সবচেয়ে বেশি আসন রয়েছে স্বতন্ত্র সংসদ সদস্যদের। আর প্রধান বিরোধী দলের স্বীকৃতি পাওয়া জাতীয় পার্টির আসন মাত্র ১১টি। দ্বাদশ জাতীয় সংসদের শুরুর দিনে সিএনজিতে করে সংসদে এলেন সর্বকনিষ্ঠ সংসদ সদস্য আজিজুল।

বয়সে ছোট হওয়াসহ নানা কারণে স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকের আজিজুল শুরুতে সেভাবে আলোচনায় ছিলেন না। কিন্তু তিনি গণমানুষের নেতা হয়ে ওঠার চেষ্টা করেছেন বলে স্থানীয়রা জানিয়েছেন। আগে ছাত্র রাজনীতি করেছেন। ছিলেন জেলা পরিষদ সদস্য। দুই হেভিওয়েটকে হারিয়ে সবাইকে চমকে দিয়েছেন তিনি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সারাদেশে নির্বাচিত সংসদ সদস্যের মধ্যে বয়সে সবার ছোট আজিজুল ইসলাম খন্দকার আজিজ।

জানা গেছে, বিগত জাতীয় সংসদ নির্বাচনগুলোতে তুলনামূলক কম বয়সে সংসদ সদস্য নির্বাচিত হয়ে অনেকেই আলোচনায় এসেছেন। বর্তমান তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহম্মেদ পলক মাত্র ২৯ বছর বয়সে নবম জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-৩ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হয়ে দেশে সবার দৃষ্টি কেড়েছিলেন।

এ ছাড়া একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রয়াত আওয়ামী লীগ নেতা আব্দুল জলিলের ছেলে নিজাম উদ্দিন জলিল জন ছিলেন সর্বকনিষ্ঠ সংসদ সদস্য। ওই সময় তার বয়স ছিল ২৭ বছর। আর সদ্য অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সারাদেশে বিজয়ী সংসদ সদস্যদের মধ্যে খন্দকার আজিজই হলেন সর্বকনিষ্ঠ সংসদ সদস্য।
সর্বশেষ সংবাদ
মাশরাফি যা চাইবে, আমি সেটা করে দেব: সংস্কৃতি প্রতিমন্ত্রী 

মাশরাফি যা চাইবে, আমি সেটা করে দেব: সংস্কৃতি প্রতিমন্ত্রী