নাটোরে বাসের ধাক্কায় অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। বুধবার (৩১ জানুয়ারি) দুপুর ২টার দিকে শহরের টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটের সামনে।
নিহতরা হলেন, লালপুর উপজেলার ধুপইল গ্রামের আব্দুর রহিম (৫৫) ও তার স্ত্রী রওশনারা বেগম (৫০)। হজে যাওয়ার জন্য পাসপোর্ট তৈরি করতে অফিসে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আব্দুর রহিম ও তার স্ত্রী রওশনারা বেগম শহরের পিটিআই মোড় থেকে অটোরিকশা নিয়ে হরিশপুর পাসপোর্ট অফিসে যাচ্ছিলেন। পথে টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটের সামনে বিপরীত দিক থেকে আসা শ্যামলী পরিবহনের একটি বাস অটোরিকশাকে সরাসরি ধাক্কা দেয়। এসময় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলে আব্দুর রহিম নিহত হন। স্থানীয়রা গুরুতর আহত রওশনারাকে নাটোর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, এ বিষয়ে আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।