, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


পোস্ট অফিসের কর্মচারীর কোটি টাকার সম্পদ, ৯ বছরের কারাদণ্ড দিল আদালত

  • আপলোড সময় : ২৯-০১-২০২৪ ০৮:১৩:৪০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০১-২০২৪ ০৮:১৩:৪০ অপরাহ্ন
পোস্ট অফিসের কর্মচারীর কোটি টাকার সম্পদ, ৯ বছরের কারাদণ্ড দিল আদালত
এবার অবৈধ সম্পদ অর্জনে দুদকের মামলায় গাইবান্ধা পোস্ট অফিসের কর্মচারী রহমান মিয়াকে ৯ বছর কারাদণ্ড ও ২৮ লাখ টাকা জরিমানা করেছে রংপুরের স্পেশাল জজ আদালত।আজ সোমবার ২৯ জানুয়ারি দুপুরে রংপুর দুর্নীতি দমন বিশেষ আদালতের বিচারক হায়দার আলী এ রায় প্রদান করেন।

মামলায় জানা গেছে, আসামী রহমান মিয়া গাইবান্ধা ডাক ঘরে পোষ্টাল অপারেটর পদে চাকুরী করা কালিন ভুয়া সঞ্চয় পত্রের একাউন্ট খুলে কোটি টাকা আত্মসাৎ করে। এ ছাড়ায় সে অবৈধ ভাবে তিন তলা বাড়ি, ৪৫ বিঘা জমি ও সন্তানদের নামে ব্যাংকে ফিক্স ডিপোজিট করে বিপুল অর্থ বিত্তের মালিক হয়।

এ ঘটনায় দুদক তার বিরুদ্ধে অবৈধ ও জ্ঞাত আয় বর্হিভুত সম্পদ অর্জনের অভিযোগ এনে ২০১৫ সালের ৩০ সেপ্টেম্বর দুদকের সহকারী পরিচালক বীরকান্ত রায় বাদী হয়ে দুদক আইনে মামলা দায়ের করে। মামলায় ১২ জন সাক্ষীর সাক্ষ্য শেষে আসামী হাবিবুর রহমানকে দোষি সাব্যস্ত করে বিচারক এ রায় প্রদান করেন।
দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস

দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস