, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ , ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


সিরাজগঞ্জে সড়কে বালু উত্তোলনের পাইপ, ঠিকাদারকে গুনতে হল জরিমানা

  • আপলোড সময় : ২৯-০১-২০২৪ ০৫:৫৭:২২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০১-২০২৪ ০৫:৫৭:২২ অপরাহ্ন
সিরাজগঞ্জে সড়কে বালু উত্তোলনের পাইপ, ঠিকাদারকে গুনতে হল জরিমানা
সিরাজগঞ্জ প্রতিনিধি: জনসাধারণের চলাচল সড়কে বালুর সঞ্চালন পাইপ বসিয়ে জনসাধারণের প্রতিবন্ধকতা সৃষ্টি করায় সিরাজগঞ্জের কামারখন্দে বালু উত্তোলনের সাব-ঠিকাদারের প্রতিনিধিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২৯ জানুয়ারি) দুপুরে উপজেলার ঝাটিবেলাই বাজারে অভিযান পরিচালনা করে সাব ঠিকাদারের প্রতিনিধি ইউসুফ আলীকে জরিমানা করেন সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সুমা খাতুন।

দন্ডপ্রাপ্ত প্রতিনিধি ইউসুফ আলী জেলার শাহজাদপুর উপজেলার পুঠিয়া গ্রামের হারুন অর রশিদের ছেলে।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট সুমা খাতুন বলেন, নদী খননের করে উত্তোলনের বালু সড়ক পার করে সড়কের পাশে স্তূপ করে ঠিকাদারি প্রতিষ্ঠান। সড়কের উপর দিয়ে বালুর সঞ্চালন পাইপ বসানো হয়। এতে করে সড়ক দিয়ে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হওয়ায় সাব-ঠিকাদারের প্রতিনিধিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয় একই সঙ্গে সড়কের ওপর থেকে পাইপ অপসারণের নির্দেশ দেওয়া হয়।
 
সর্বশেষ সংবাদ