, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ , ১১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


তালতলীতে ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

  • আপলোড সময় : ২৯-০১-২০২৪ ০৫:৫৫:০৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০১-২০২৪ ০৫:৫৫:০৩ অপরাহ্ন
তালতলীতে ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ বিজ্ঞান মেলা অনুষ্ঠিত
মোঃ শাহীন আলম, তালতলী, প্রতিনিধি: 'বিজ্ঞান ও প্রযুক্তি, উদ্ভাবনেই সমৃদ্ধি' এই প্রতিপাদ্যে বরগুনার তালতলীতে উপজেলা প্রশাসনের আয়োজনে ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, ৮ম বিজ্ঞান মেলা এবং ৮ম বিজ্ঞান অলিম্পিয়াড সম্পন্ন হয়েছে।

সোমবার (২৯জানুয়ারি) সকাল ১০টায় উপজেলা অডিটরিয়ামে উপজেলা  মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা লিটু চট্টোপাধ্যায় এর সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত আনোয়ার তুমপা'র সভাপতিত্বে, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মো. রেজবি-উল-কবির। এসময় থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) জনাব রণজিৎ, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপার ভাইজার গৌতম চন্দ্র বসু সহ প্রশাসনিক কর্মকর্তার উপস্থিত ছিলেন।

বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘরের তত্বাবধানে ও বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত মেলায় ৯টি শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক ১৭টি উদ্ভাবনী উপস্থাপন করা হয়।

 বিকাল ৩টা উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে অনুষ্ঠিত হয় সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিজ্ঞান ভিত্তিক উপস্থিত বক্তব্য, কুইজ প্রতিযোগিতা, বিজ্ঞান অলিম্পিয়াড ও বিভিন্ন উদ্ভাবনী প্রকল্পে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিরা
 
সর্বশেষ সংবাদ
ভারতে মসজিদ ঘিরে ব্যাপক উত্তেজনা, গুলি করে তিন মুসলিমকে হত্যা

ভারতে মসজিদ ঘিরে ব্যাপক উত্তেজনা, গুলি করে তিন মুসলিমকে হত্যা