, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ , ১১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


তালতলীতে ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

  • আপলোড সময় : ২৯-০১-২০২৪ ০৫:৫৫:০৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০১-২০২৪ ০৫:৫৫:০৩ অপরাহ্ন
তালতলীতে ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ বিজ্ঞান মেলা অনুষ্ঠিত
মোঃ শাহীন আলম, তালতলী, প্রতিনিধি: 'বিজ্ঞান ও প্রযুক্তি, উদ্ভাবনেই সমৃদ্ধি' এই প্রতিপাদ্যে বরগুনার তালতলীতে উপজেলা প্রশাসনের আয়োজনে ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, ৮ম বিজ্ঞান মেলা এবং ৮ম বিজ্ঞান অলিম্পিয়াড সম্পন্ন হয়েছে।

সোমবার (২৯জানুয়ারি) সকাল ১০টায় উপজেলা অডিটরিয়ামে উপজেলা  মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা লিটু চট্টোপাধ্যায় এর সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত আনোয়ার তুমপা'র সভাপতিত্বে, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মো. রেজবি-উল-কবির। এসময় থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) জনাব রণজিৎ, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপার ভাইজার গৌতম চন্দ্র বসু সহ প্রশাসনিক কর্মকর্তার উপস্থিত ছিলেন।

বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘরের তত্বাবধানে ও বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত মেলায় ৯টি শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক ১৭টি উদ্ভাবনী উপস্থাপন করা হয়।

 বিকাল ৩টা উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে অনুষ্ঠিত হয় সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিজ্ঞান ভিত্তিক উপস্থিত বক্তব্য, কুইজ প্রতিযোগিতা, বিজ্ঞান অলিম্পিয়াড ও বিভিন্ন উদ্ভাবনী প্রকল্পে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিরা
 
সর্বশেষ সংবাদ
সোহরাওয়ার্দী কলেজে হামলায় ক্ষয়ক্ষতি প্রায় ১০ কোটি টাকা

সোহরাওয়ার্দী কলেজে হামলায় ক্ষয়ক্ষতি প্রায় ১০ কোটি টাকা