, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ , ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


সিরাজগঞ্জে বালুভর্তি ট্রাক খাদে উল্টে কিশোরের মৃত্যু

  • আপলোড সময় : ২৯-০১-২০২৪ ০১:৫৪:৫০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০১-২০২৪ ০১:৫৫:১৯ অপরাহ্ন
সিরাজগঞ্জে বালুভর্তি ট্রাক খাদে উল্টে কিশোরের মৃত্যু
আমিরুল ইসলাম, সিরাজগঞ্জ প্রতিনিধি: বালুভর্তি ট্রাক উল্টে সিরাজগঞ্জের কামারখন্দে বালুর নিচে চাপা পড়ে আসিফ (১৩) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। রবিবার (২৮ জানুয়ারী) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার কয়েলগাঁতী পশ্চিম পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত আসিফ উপজেলার কয়েলগাঁতী গ্রামের শাহীনের ছেলে।

স্থানীয়রা জানান, কয়েলগাঁতী গ্রামের বিভিন্ন বাড়ীতে নির্মাণ কাজের জন্য পার্শ্ববর্তী উল্লাপাড়া উপজেলার কালীগঞ্জ থেকে ট্রাকে বালু আনা হয়। রবিবার বিকেলে বালু ফেলে খালি ট্রাক যাওয়ার পথে আসিফ- সহ আরও তিন কিশোর ট্রাকে উঠে পড়ে। একই ভাবে বালু ভর্তি করার পর বালুর ওপরেই আসিফরা বাড়ীর দিকে আসতে থাকে। বাড়ী পাওয়ার কিছুদূর আগে ট্রাকটি পৌঁছালে বালু ভর্তি ট্রাকটি সড়কের নিচে খাদে উল্টে যায়। এতে বালুর নিচে চাপা পড়ে আসিফ এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা এবং পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে।

কামারখন্দ থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল মতিন বলেন, এক কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় চালক ও হেলপার পলাতক রয়েছে।

 
সর্বশেষ সংবাদ
নির্বাচন যত দেরিতে হবে, ষড়যন্ত্র তত বৃদ্ধি পাবে: তারেক রহমান

নির্বাচন যত দেরিতে হবে, ষড়যন্ত্র তত বৃদ্ধি পাবে: তারেক রহমান