, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


আইপিএলে প্রতি ডট বলে ৫০০ চারাগাছ রোপণের ঘোষণা

  • আপলোড সময় : ২৪-০৫-২০২৩ ১২:১৭:৪১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৫-২০২৩ ১২:১৭:৪১ অপরাহ্ন
আইপিএলে প্রতি ডট বলে ৫০০ চারাগাছ রোপণের ঘোষণা
এবার শেষ চারের লড়াই আরো জমিয়ে তুললো আইপিএল। চার-ছক্কা বা উইকেট নয়। আইপিএলের প্লে-অফে প্রতি ডট বলে অভিনব উদ্যোগ নিয়েছে বিসিসিআই। তিনটি প্লে-অফ এবং ফাইনাল, এই চারটি ম্যাচে ডট বল পিছু ৫০০টি করে চারাগাছ লাগানোর ঘোষণা ভারতীয় বোর্ডের। 

আইপিএলে পরিবেশের ক্ষতি নিয়ে অতীতে বহু বিতর্ক হয়েছে। কিন্তু এবার সবুজায়নের পথে হাঁটছে বিসিসিআই। বৈশ্বিক উষ্ণাতা রোধে সচেতনতা তৈরিতে এমন উদ্যোগ ভারতের। আইপিএল গভর্নিং কাউন্সিলের সিদ্ধান্ত, শেষ চারটি ম্যাচে যতগুলি ডট বল হবে তার জন্য বৃক্ষরোপণ করবে আইপিএল কর্তৃপক্ষ।

নিছক বৃক্ষরোপন নয়, প্রতিটি ডট বলের জন্য ৫০০টি চারাগাছ লাগানোর বিরাট কর্মযজ্ঞ হাতে নিচ্ছে ভারতীয় বোর্ড। অর্থাৎ শামি বা জাদেজারা যত ডট বল করবেন, ততই লাভ পরিবেশের। টুর্নামেন্ট শেষে ভারতজুড়ে এই চারাগাছগুলি লাগানো হবে।

এসব চারাগাছের রক্ষণাবেক্ষণও করবে ক্রিকেট বিশ্বের ধণী বোর্ডটি। চেন্নাই সুপার কিংস এবং গুজরাট টাইটান্সের প্রথম কোয়ালিফায়ারে এই ডট বল নিয়ে ভিন্ন ব্যবস্থা করেছে সম্প্রচারকারী সংস্থাও। ডিজিটাল স্কোরবোর্ডে ডট বলের জায়গায় বিন্দুর বদলে দেখানো হচ্ছে গাছের সবুজ ছবি। 
দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস

দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস