আমিরুল ইসলাম, সিরাজগঞ্জ প্রতিনিধি: বিয়ের প্রলোভন দেখিয়ে সিরাজগঞ্জের কামারখন্দে পনের বছরের এক স্কুলছাত্রী বৃষ্টি বালা সরকার(১৫) কে তুলে নিয়ে যাওয়া নিয়ে অপহরণ মামলার দুই মাস পর ১জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার ( ২৬ জানুয়ারী) দুপুরে উপজেলার বলরামপুর বাজার থেকে আটক করা হয় তাকে।
গ্রেপ্তারকৃত আসামি উপজেলার রায়দৌলতপুর ইউনিয়নের গোপালপুর গ্রামের শ্রী রাজ্য সরকারের মেয়ে বৃষ্টি বালা সরকার অপহরণ মামলার ২য় আসামী একই গ্রামের মৃত জামাল উদ্দিন সরকারের ছেলে সরোয়ার হোসেন সরকার (৪৫) ।
বৃষ্টির পরিবার এবং মামলা এজাহার সূত্রে জানা যায়, উপজেলার চৌবাড়ী ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীতে পড়ুয়া ছাত্রী একই উপজেলার গোপালপুর গ্রামের শ্রী রাজ্য সরকারের মেয়ে বৃষ্টি প্রতিদিন বিকেল ৪টায় প্রাইভেট পড়ার জন্য গ্রামের পাশেই স্থানীয় বাঁশতলা মোড়ে গেলে একই গ্রামের সরোয়ার সরকারের ছেলে সবুজ সরকার (১৯) প্রেম ভালোবাসা প্রস্তাব দিয়ে উত্যক্ত করতে থাকে। বিষয়টি প্রথমে বৃষ্টি তার পরিবারকে জানালে বৃষ্টির বাবা ছেলের বাবাকে বিষয়টি জানায় এবং উত্যক্ত করতে নিষেধ করে। সেক্ষেত্রে সবুজ ক্ষিপ্ত হয়ে সুযোগ বুঝে গত ২১ নভেম্বর বিকেলে আসামীরা বৃষ্টিকে বিয়ের প্রলোভন দেখিয়ে অজ্ঞাত সিএনজিতে জোর পূর্বক তুলে নিয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর বৃষ্টিকে না পেয়ে ২৫ নভেম্বর তারিখে এই ঘটনায় কামারখন্দ থানায় ১. সবুজ সরকার (১৯) ২. সরোয়ার হোসেন সরকার (২২) ৩. সজিব সরকার (৪৫) ৪. কাজল বেগম (৩৫) এই ৪ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরো তিনজনকে আসামি করে একটি অপহরণ মামলা দায়ের করা হয়।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহা রেজাউল ইসলাম বলেন, আমরা দীর্ঘদিন ধরে অনেক পথ অবলম্বন করে ১জনকে আটক করেছি। আসামীকে জিজ্ঞাসাবাদ করে খুবই তাড়াতাড়ি অন্য আসামিদের আটক ও মেয়েটিকেও উদ্ধার করা যাবে এবং আটক আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।