, বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪ , ২০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


ওয়েস্ট ইন্ডিজের ঐতিহাসিক জয়ের ম্যাচে ছিলেন এক বাংলাদেশিও 

  • আপলোড সময় : ২৮-০১-২০২৪ ০৫:২৫:২৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০১-২০২৪ ০৫:২৫:২৯ অপরাহ্ন
ওয়েস্ট ইন্ডিজের ঐতিহাসিক জয়ের ম্যাচে ছিলেন এক বাংলাদেশিও 
পেসার শামার জোসেফের ভেতরের দিকে ঢোকা বলটা ব্যাটে-বলে করা হয়নি জশ হ্যাজেলউডের। স্ট্যাম্পে বল লাগতেই উল্লাসে ভাসলেন পুরো ওয়েস্ট ইন্ডিজের স্কোয়াড। ২৭ বছর পর অস্ট্রেলিয়াকে তাদেরই মাঠে হারাল ওয়েস্ট ইন্ডিজ। সবমিলিয়ে ২০ বছর পর জয় পেয়েছে তারা।

সবকিছু ছাপিয়ে সবার মুখে অবশ্য শামার জোসেফের ৭ উইকেটের কীর্তি। আর এমন ঐতিহাসিক টেস্ট খুব কাছ থেকেই দেখেছেন বাংলাদেশের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। এবারের ফ্র্যাঙ্ক-ওরেল সিরিজে (অস্ট্রেলিয়া এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার টেস্ট সিরিজ) প্রথম ম্যাচে টিভি আম্পায়ার হিসেবে ছিলেন বাংলাদেশের সৈকত।

আর দ্বিতীয় ম্যাচে ছিলেন ফিল্ড আম্পায়ার। আর সেই ম্যাচটাও হলো মনে রাখার মতোই। পুরো ম্যাচেই দুর্দান্ত ছিলেন সৈকত। নিখুঁত সিদ্ধান্ত দিয়ে আলোচনায় এসেছেন তিনিও। অপর আম্পায়ার ভারতের নিতিন মেনন পুরো ম্যাচে ৪ সিদ্ধান্তের মধ্যে ২বার নিজের অবস্থান বদলাতে বাধ্য হয়েছেন ডিআরএসের জন্য।

তবে বাংলাদেশের সৈকতের ৫ সিদ্ধান্তের মধ্যে বদল হয়েছে মোটে ১টি। বাকি চারবারই রিভিউ ছিল অসফল। সৈকতের এমন আম্পায়ারিং নিশ্চিতভাবেই স্বস্তির খবর দেশের ক্রিকেটপ্রেমীদের জন্য। অবশ্য ম্যাচের শুরুর সিদ্ধান্তটাই ভুল দিয়েছিলেন সৈকত।

জশ হ্যাজেলউডের বলে ক্যারিবিয়ান অধিনায়ক ক্রেইগ ব্রাথওয়েটকে আউট দিয়েছিলেন তিনি। পরে ব্রাথওয়েটের রিভিউতে সিদ্ধান্তে বদল আসে। এরপর থেকে প্রতিটি সিদ্ধান্তেই সঠিক ছিলেন বাংলাদেশের এই আম্পায়ার। এদিকে সাম্প্রতিক সময়ে আম্পায়ারের মঞ্চে দারুণ সময় যাচ্ছে বাংলাদেশের।

এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচে দুর্দান্ত আম্পায়ারিং করে নজরে এসেছিলেন মাসুদুর রহমান মুকুল। বর্তমানে এই বাংলাদেশি আছেন অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের আম্পায়ার হিসেবে। এর আগে ২০২২ সালে এশিয়া কাপের ফাইনাল পরিচালনা করেছিলেন মুকুল। 
‘জুলাই বিপ্লবের গ্রাফিতি‘ থাকছে ৫০০ ও ১০০০ টাকার নোটে

‘জুলাই বিপ্লবের গ্রাফিতি‘ থাকছে ৫০০ ও ১০০০ টাকার নোটে