, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ , ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


ঝগড়া করতে করতে স্ত্রীকে চার তলা থেকে ছুড়ে ফেলল স্বামী

  • আপলোড সময় : ২৮-০১-২০২৪ ০৩:০৫:৪০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০১-২০২৪ ০৩:০৫:৪০ অপরাহ্ন
ঝগড়া করতে করতে স্ত্রীকে চার তলা থেকে ছুড়ে ফেলল স্বামী
এবার ঝগড়া করতে করতে স্ত্রীকে বাড়ির চার তলা থেকে ছুড়ে নিচে ফেলে দিয়েছিলেন এক ব্যক্তি। পরে নিজেই তাকে উদ্ধার করে নিয়ে যান হাসপাতালে। কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে অনেক। চিকিৎসকরা ওই নারীকে মৃত বলে ঘোষণা করেন।

এর পরে হাসপাতাল থেকেই ওই যুবক পালিয়ে যান। যদিও পরে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের গাজিয়াবাদে। ভারতীয় বার্তাসংস্থা পিটিআইয়ের বরাত দিয়ে শনিবার ২৭ জানুয়ারি রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।
 
গতকাল শনিবার পুলিশ জানিয়েছে, তর্ক-বিতর্কের পর বিল্ডিংয়ের চতুর্থ তলা থেকে স্বামী ছুড়ে ফেলার পর এক নারীর মৃত্যু হয়েছে। অভিযুক্ত ওই স্বামীর নাম বিকাশ কুমার। তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এদিকে সংবাদমাধ্যম বলছে, গত শুক্রবার রাতে উত্তরপ্রদেশের গাজিয়াবাদের গোবিন্দপুরম এলাকায় এই ঘটনা ঘটে। অভিযুক্ত বিকাশ কুমার ঠিকাদারের কাজ করতেন বলে জানা গেছে।

পুলিশ জানিয়েছে, গত শুক্রবার রাতে মত্ত অবস্থায় বাড়ি ফেরেন বিকাশ। এরপরই স্ত্রী শালুর সঙ্গে শুরু হয় তুমুল অশান্তি। ঝগড়া করতে করতে একসময় স্ত্রীকে চার তলার বারান্দা থেকে ধাক্কা মেরে নিচে ফেলে দেন অভিযুক্ত যুবক।

সহকারী পুলিশ কমিশনার অভিষেক শ্রীবাস্তব বলেন, ‘স্ত্রীকে চতুর্থ তলা থেকে ছুঁড়ে ফেলে দেওয়ার পর অভিযুক্ত বিকাশ তাকে জেলা হাসপাতালে নিয়ে যায়। তবে সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।’

চিকিৎসকরা পুলিশকে খবর দিতে বললে বিকাশ কুমার হাসপাতাল থেকে পালিয়ে যায় বলে জানা গেছে। কয়েক ঘণ্টা পর তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ। পুলিশের এই কর্মকর্তা জানিয়েছেন, ‘আমরা খুনের অভিযোগে বিকাশ কুমারের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছি। শনিবার তাকে জেলে পাঠানো হয়েছে।’

এদিকে অভিষেক শ্রীবাস্তব বলেন, ‘আমরা অভিযুক্তকে গ্রেপ্তার করেছি। তবে কী নিয়ে তাদের মধ্যে অশান্তি হয়েছিল, কেন স্ত্রীকে তিনি খুন করলেন, সে বিষয়ে জিজ্ঞাসাবাদ চলছে।’
এখনই নিষিদ্ধ নয়, তবে রাজনীতি করার অধিকার হারিয়েছে আ.লীগ: নাহিদ

এখনই নিষিদ্ধ নয়, তবে রাজনীতি করার অধিকার হারিয়েছে আ.লীগ: নাহিদ