, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪ , ২৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


১৬০ বলে ৩২৩ রান করে বিশ্বরেকর্ড গড়লেন তন্ময়

  • আপলোড সময় : ২৭-০১-২০২৪ ০২:৫৬:২৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০১-২০২৪ ০২:৫৬:২৪ অপরাহ্ন
১৬০ বলে ৩২৩ রান করে বিশ্বরেকর্ড গড়লেন তন্ময় সংগৃহীত
বিশ্বরেকর্ড গড়লেন ভারতীয় ক্রিকেটার তন্ময় আগরওয়াল। প্রথম শ্রেণির ক্রিকেটে দ্রুততম ট্রিপল সেঞ্চুরি করার রেকর্ড গড়লেন তিনি। হায়দরাবাদের এই ব্যাটার ১৬০ বলে ৩২৩ রান করেছেন অরুণাচল প্রদেশের বিরুদ্ধে। ১৪৭ বলে তিনি ট্রিপল সেঞ্চুরি করেন, যা প্রথম শ্রেণির ক্রিকেটে দ্রুততম।

এতদিন প্রথম শ্রেণির ক্রিকেটে দ্রুততম ট্রিপল সেঞ্চুরির রেকর্ড ছিল মার্কো মারাইসের দখলে। ২০১৭ সালে তিনি বর্ডার দলের হয়ে ইস্টার্ন প্রভিন্সের বিরুদ্ধে ১৯১ বলে ট্রিপল সেঞ্চুরি করেছিলেন। এবার সেই রেকর্ড ভেঙ্গে নতুন করে লিখেছেন তন্ময়।

একই ম্যাচে আরো একটি রেকর্ড গড়েছেন তন্ময়। এত দিন পর্যন্ত প্রথম শ্রেণির ক্রিকেটে এক দিনে সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ড ছিল বীরেন্দর শেবাগের দখলে। ২০০৯ সালে শ্রীলঙ্কার বিপক্ষে এক দিনে ২৮৪ রান করেছিলেন ভারতের সাবেক এই ওপেনার। সেই রেকর্ড ভেঙ্গে এক দিনে ৩২৩ রান তুলেছেন তন্ময়।

৩২৩ রানের ইনিংস খেলার পথে ২১টি ছয় এবং ৩৩টি চার মেরেছেন তন্ময়। তার এমন বিধ্বংসী ইনিংসে ভর করে মাত্র ৪৮ ওভারে এক উইকেট হারিয়ে ৫২৯ তুলেছে হায়দরাবাদ। তন্ময়ের মতোই আগ্রাসী ব্যাটিং করেন হায়দরাদের অধিনায়ক রাহুল সিংহ। তিনি ১০৫ বলে করেছেন ১৮৫ রান।

গতকাল শুক্রবার এক দিনে অরুণাচল এবং হায়দরাবাদের ইনিংস মিলিয়ে মোট ৭০১ রান উঠেছে এই ম্যাচে। প্রথম শ্রেণির ক্রিকেটে এটি দ্বিতীয় সর্বোচ্চ। একই দিনে সর্বোচ্চ রেকর্ড ৭২১ রান। ১৯৪৮ সালে এসেক্স এবং দ্য অস্ট্রেলিয়ান্সদের বিপক্ষে একটি ম্যাচে এই রান হয়েছিল প্রথম দিনেই।
সর্বশেষ সংবাদ
পশ্চিমবঙ্গে নতুন বাবরি মসজিদ নির্মাণের ঘোষণা দিলেন তৃণমূল নেতা

পশ্চিমবঙ্গে নতুন বাবরি মসজিদ নির্মাণের ঘোষণা দিলেন তৃণমূল নেতা