এবার রাজধানীর কেরাণীগঞ্জে এক গরু ব্যবসায়ী পাওনা টাকা চাইতে গিয়ে মারধরের শিকার হয়ে মারা গেছেন। মঙ্গলবার দক্ষিণ কেরাণীগঞ্জ থানার আব্দুল্লাহপুর বাজরে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম আহসান উল্লাহ। তিনি মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলা চর খাসকান্দী গ্রামের মৃত হাসান আলীর ছেলে।
এদিকে প্রত্যক্ষদর্শীরা জানায়, ওই গরু ব্যবসায়ী স্থানীয় কসাই ভুট্টর কাছে পাওনা টাকা চাইতে আসেন। কিন্তু ভুট্ট এতে ক্ষিপ্ত হয়ে ওঠে। এক পর্যায়ে সে ও স্বজনরা মিলে আহসান উল্লাহকে পিটিয়ে গুরুতর আহত করে। স্থানীয়রা উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে নিহতের স্বজনদের অভিযোগ, পাওনা টাকা চাইতে গেলে ভুট্ট ও তার স্বজনরা মিলে আহসান উল্লাহকে হত্যা করে। আমরা খুনিদের বিচার চাই। দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহ জামানা জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।