, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ , ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


সব দফতরকে ঘুষবিহীন কাজ করতে হবে: ভূমিমন্ত্রী

  • আপলোড সময় : ২৭-০১-২০২৪ ০৯:১০:৩৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-০১-২০২৪ ০৯:১০:৩৮ পূর্বাহ্ন
সব দফতরকে ঘুষবিহীন কাজ করতে হবে: ভূমিমন্ত্রী
এবার ভূমিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ বলেছেন, সব দফতরকে ঘুষবিহীন কাজ করতে হবে। জনগণের কাজ সঠিকভাবে বুঝিয়ে দিতে হবে। সেটাই হবে আমাদের দায়িত্ব ও কর্তব্য। গতকাল শুক্রবার ২৬ জানুয়ারি সন্ধ্যায় খুলনার ডুমুরিয়া আঠারোমাইল বাজার চত্বরে এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

এ সময় নারায়ন চন্দ্র চন্দ বলেন, দুর্নীতি করে নিজের ভাগ্য পরিবর্তন করা যাবে না। দেশের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে সবাইকে কাজ করতে হবে। ভূমি সেবাকে সহজ করে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে।  
 
মন্ত্রী আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে। তার স্বপ্ন ছিল সুখী-সমৃদ্ধ একটি বাংলাদেশ। জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন।  

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্নীতিতে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন। বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল হিসেবে বিশ্বের দরবারে আজ প্রশংসিত। 
দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস

দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস