, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ , ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


‘আপনি মন্ত্রী হবেন-গাড়িতে পতাকা উড়বে’ বলা কর্মীকে পতাকা উপহার মন্ত্রীর

  • আপলোড সময় : ২৬-০১-২০২৪ ০৭:২৮:৩৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০১-২০২৪ ০৭:২৮:৩৪ অপরাহ্ন
‘আপনি মন্ত্রী হবেন-গাড়িতে পতাকা উড়বে’ বলা কর্মীকে পতাকা উপহার মন্ত্রীর
জাতীয় সংসদ নির্বাচনের আগে নির্বাচনী প্রচারণার সময় বর্তমান মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আব্দুর রহমানকে তার এক কর্মী বলেছিলেন ‘আপনি ভোটে জিতবেন, তারপর আপনি মন্ত্রী হবেন, আপনার গাড়িতে জাতীয় পতাকা উড়বে।’ নির্বাচনে জয়ের পর প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী হয়ে সেই কর্মীকে পতাকা উপহার দিলেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আব্দুর রহমান।

গতকাল বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) মন্ত্রী হওয়ার পর প্রথম নিজ নির্বাচনী এলাকা ফরিদপুর-১ এর (বোয়ালমারী, আলফাডাঙ্গা ও মধুখালি) মধুখালি উপজেলার জাহাপুর ইউনিয়ন পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক, আওয়ামী লীগের কর্মী বিষ্ণুপদ দাসকে (৫০) জাতীয় পতাকা উপহার দেন আব্দুর রহমান।

এদিন বিকেলে মন্ত্রী ওই কর্মীকে দেখতে ফরিদপুর সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের ভবানিপুর গ্রামে তার শ্বশুরবাড়িতে যান। বিষ্ণুপদ ক্যান্সার আক্রান্ত। এসময় সেখানে গিয়ে বিষ্ণুপদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন আব্দুর রহমান।

তার প্রতি সহমর্মিতা প্রকাশ করে আব্দুর রহমান বলেন, তুমি বলেছিলে আমি জিতবো, তারপর আমার গাড়িতে পতাকা উড়বে। তোমার কথা সত্য হয়েছে। তাই আমি তোমার জন্য এই পতাকা উপহার নিয়ে এসেছি। এরপর আব্দুর রহমান বিষ্ণুপদের হাতে জাতীয় পতাকা তুলে দেন।
 
এ সময় মন্ত্রী বিষ্ণুপদের ক্যান্সারের চিকিৎসার জন্য নগদ অর্থ সহায়তা দেন এবং তার ছেলে আকাশ দাসকে (২০) কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দেন।

এ সময় পতাকা পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে বিষ্ণুপদ দাস বলেন, আব্দুর রহমান ভাই মন্ত্রী হয়েছেন। আমি আগেই বলেছিলাম তিনি বিপুল ভোটে এমপি হবেন এবং মন্ত্রী হবেন। আমার কথা মিলেছে। আমার কথা মনে রেখে রহমান ভাই আমাকে দেখতে এসেছেন। এটা আমার জন্য পরম পাওয়া। তার দেওয়া এই পতাকা আমি সযতনে আগলে রাখব।
সর্বশেষ সংবাদ
নির্বাচন যত দেরিতে হবে, ষড়যন্ত্র তত বৃদ্ধি পাবে: তারেক রহমান

নির্বাচন যত দেরিতে হবে, ষড়যন্ত্র তত বৃদ্ধি পাবে: তারেক রহমান