, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


কান উৎসবে যাওয়া হলো না জায়েদ-নিপুণের

  • আপলোড সময় : ২৪-০৫-২০২৩ ১০:৫৪:৫৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৫-২০২৩ ১০:৫৪:৫৩ পূর্বাহ্ন
কান উৎসবে যাওয়া হলো না জায়েদ-নিপুণের ফাইল ছবি
কান চলচ্চিত্র উৎসবের ৭৬তম আসরে এফডিসির একটি প্রতিনিধিদলের যাওয়ার কথা থাকলেও ভিসা দেয়নি ফ্রান্স দূতাবাস। এই প্রতিনিধিদলের সঙ্গে যাওয়ার কথা ছিল নিপুণ আক্তার ও জায়েদ খানের। সময় স্বল্পতাকে কারণ দেখিয়ে ভিসা দেয়নি ফ্রান্স দূতাবাস। বিশ্ব চলচ্চিত্রের অন্যতম এ বড় আসর শুরু হয় গত ১৬ মে।

এই সফরে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে যাওয়ার কথা ছিল চিত্রনায়িকা নিপুণ, পরিচালক মুশফিকুর রহমান গুলজার ও জায়েদ খানের। প্রতিনিধি দলে আরও ছিলেন বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক নুজহাত ইয়াসমিন, নিরাপত্তা ও প্রশাসনের সহকারী পরিচালক এ কে এম আমিনুল করিম খান, অতিরিক্ত পরিচালক (বিক্রয়) রফিকুল ইসলামের। এই তালিকায় প্রথমে ২০ জনেরও বেশি নাম থাকলেও পরে তা সংক্ষিপ্ত করা হয়।

গত, ৯ দিন ধরে চলা কান উৎসবের সিনেমার বাজার (মার্শে দ্যু ফিল্ম) বুধবার (২৪ মে) বিকেল ৫টায় বন্ধ হয়ে যাবে। আর সেখানে প্রথমবারের মতো বাংলাদেশ স্টল নিয়েছে। এই অল্প সময়ে সেই আয়োজনে আর যোগ দেওয়া সম্ভব নয় বলেই ভিসা পায়নি বাংলাদেশের প্রতিনিধি দল। জিও (গভর্মেন্ট অর্ডার) জটিলতায় সংশ্লিষ্টরা উৎসবে যোগ দেওয়ার প্রক্রিয়া দেরিতে শুরু করে।
 
দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস

দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস