, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


জড়িয়ে ধরে চুম্বন দেওয়া ভক্ত মাসুদের ইচ্ছাপূরণ করবে নায়িকা শিলা

  • আপলোড সময় : ২৪-০৫-২০২৩ ১০:২৪:৫৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৫-২০২৩ ১০:২৪:৫৩ পূর্বাহ্ন
জড়িয়ে ধরে চুম্বন দেওয়া ভক্ত মাসুদের ইচ্ছাপূরণ করবে নায়িকা শিলা
এবার পুলিশের পোষাক পর সিনেমার শুটিং করছিলেন অভিনেত্রী শিরিন শিলা। এ সময় মাসুদ রানা নামের এক ছিন্নমূল কিশোর এসে নায়িকাকে জড়িয়ে ধরে। তারপর এক সময় শিরিন শিলাকে ওই কিশোর বলে, ‘আমাকে নিয়ে যাও, আমি পড়াশোনা করব’ বলেই আবার জড়িয়ে ধরে। শেষদিকে কিশোর শিরিন শিলার গালে চুম্বন দেয়।

আর সেই ঘটনার ভিডিও নিজের ফেসবুক হ্যান্ডেলে শেয়ার করেন অভিনেত্রী। আর ক্যাপশনে লেখেন, ‘এ কেমন ভালোবাসা?’। এ বিষয়ে সংবাদমাধ্যমকে শিরিন শিলা জানান, “গতকাল সকালে ‘দ্য রাইটার’ সিনেমার আউটডোরে শুটিং করার জন্য ধামরাইয়ের একটি এলাকায় যাই। শুটিং স্পটে উপস্থিত একটি ছেলে আমাকে দেখে এগিয়ে আসে এবং কথা বলতে চায়।”

নায়িকা বলেন, আমি তাকে কাছে টেনে কথা বলি। ওই ছেলে তখন আবেগী কণ্ঠে আমাকে বলে, তার নাকি মা-বাবা নেই; তাকে কেউ ভালোবাসে না। শিলা বলেন, ওই ছেলের এ কথায় তার প্রতি মায়া জন্মে আমার। এ কারণে তার কাঁধে হাত রেখে তাকে আদর করি। তখন সে বলে তার খিদে লেগেছে, তাই আমি তাকে খাওয়ার জন্য কিছু টাকাও দিই।

নায়িকা আরও বলেন, তার কাঁধে হাত রেখে তাকে আদর করি। তখন সে বলে তার খিদে লেগেছে, তাই আমি তাকে খাওয়ার জন্য কিছু টাকাও দিই। এর পরই সে আমাকে জড়িয়ে ধরে। বিষয়টি স্বাভাবিকভাবেই নিয়েছি। আমার কাছে তাকে মানসিক ভারসাম্যহীন মনে হয়েছে।

অভিনেত্রী আরো বলেন, ‘সে আমাকে আরো জানায়, সে নাকি কখনো গাড়িতে ওঠেনি। এ কারণে আমার সঙ্গে গাড়িতে উঠবে। এই বলেই আমাকে ফের জড়িয়ে ধরে হঠাৎ গালে চুমু দেওয়ার চেষ্টা করে। তার এ ঘটনায় হতভম্ব হয়ে যাই আমি। পরে শুটিংয়ে থাকা লোকজন তাকে সরিয়ে নিলে আমি গাড়িতে করে ফিরে আসি।’

এ ঘটনার পর ওই কিশোরকে খুঁজে নায়িকার কাছে নেওয়া হয়। গতকাল মঙ্গলবার ২৩ মে নায়িকার ফেসবুক ওয়ালে পোস্ট করা এক ভিডিওতে দেখা যায়, শিরিন শিলার লোকজন ওই কিশোরকে নিয়ে যাচ্ছে। এ সময় তারা বলে শিলা আপা তাকে নিয়ে যেতে বলেছে। ভিডিওর ক্যাপশন ছিলো, ” এ কেমন ভালোবাসা ? অবশেষে ওরে খুজে পেলাম। ওর আশা পূরণের জন্য নিতে আসলাম।”
দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস

দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস