টাঙ্গাইল সদর উপজেলার কাকুয়া ইউনিয়নের চর পৌলী এলাকায় যমুনা নদীর ভয়াবহ ভাঙ্গন প্রতিরোধে পানি উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে দুই হাজার তিশ’ মিটার এরাকার বেড়িবাঁধ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সকালে কাকুয়া ইউনিয়নের চর পৌলী এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়। টাঙ্গাইল ৫ আসনের সংসদ সদস্য ছানোয়ার হোসেন প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বেড়িবাঁধ নির্মাণ কাজের উদ্বোধন ও ভিত্তি-ফলক উন্মোচন করেন।
এসময় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ পানি বোর্ডের বিভাগীয় প্রকৌশলী খ.মিজানুর রহমান শেলী, উপ-বিভাগীয় প্রকৌশলী আবু জোবায়ের, টাঙ্গাইল পানি উন্নয়ন র্বোডের নিবাহী প্রকৌশলী সাজ্জাদ হোসেন, টাঙ্গাইল সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনছারী, আওয়ামী লীগ নেতা আমিরুল ইসলাম খান, আকরাম হোসেন কিসলু, টাংগাইল সদর উপজেলার আওয়ামী লীগ সাধারন সম্পাদক তোফাজ্জল হোসেন খান তোফা,সহ-সভাপতি শেখ ফরিদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হযরত আলী, সভাপতি করেন কাকুয়া ইউনিয়ন আওয়ামী লীগ টাংগাইল সদর আব্দুছ ছাত্তার আজাদ,সাধানর সম্পাদক শেখ জুয়েলসহ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাবৃন্দ, আওয়ামী লীগ নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও স্থানীয় গন্যমান্য উপস্থিত ছিলেন।
পরে টানা তিনবারের সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় ছানোয়ার হোসেনকে এলাকাবাসীর পক্ষ হতে সংবর্ধনা দেয়া হয়।