, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ , ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


উল্লাপাড়ায় স্মার্ট জাতীয় আইডি কার্ড বিতরণ শুরু

  • আপলোড সময় : ২৫-০১-২০২৪ ০৩:৪৪:১৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০১-২০২৪ ০৩:৪৪:১৯ অপরাহ্ন
উল্লাপাড়ায় স্মার্ট জাতীয় আইডি কার্ড বিতরণ শুরু
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: বৃহস্পতিবার উল্লাপাড়ায় স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। উল্লাপাড়া বিজ্ঞান কলেজ চত্তরে উপজেলা নির্বাচন কমিশন আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা সুলতানা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলা ভাইস চেয়ারম্যান রিবলী ইসলাম কবিতার হাতে স্মার্ট কার্ড তুলে দিয়ে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান রীবলী ইসলাম কবিতা, উল্লাপাড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ মাসুদ রানা, উল্লাপাড়া বিজ্ঞান কলেজের অধ্যক্ষ মোঃ আশরাফুল ইসলাম, সরকারি আকবর আলী সহকারী অধ্যাপক নূরুল ইসলাম, পৌর কাউন্সিলর নাসরিন সুলতানা, আজিরন খাতুন, মায়া খাতুনসহ এলাকার সুধীজন ও গণমাধ্যম কর্মীরা।

উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ মাসুদ রানা জানান, প্রথম দিন উল্লাপাড়া পৌর সভার ১ নম্বর ওয়ার্ডের তিন হাজার নাগরিকের হাতে স্মার্ট পরিচয়পত্র বিতরণ করা হচ্ছে। পরবর্তীতে পর্যায়ক্রমে আগামী এপ্রিল মাস পর্যন্ত সময়ে উপজেলার ১টি পৌরসভা ও ১৪টি ইউনিয়নের মোট ২ লাখ ৬২ হাজার ৩শ’ ৫০টি আইডি কার্ড বিতরণ করা হবে।
 
সর্বশেষ সংবাদ