, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ , ১১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


চকরিয়ায় ইউপির ৩ ওয়ার্ডের উপ-নির্বাচন ৯ মার্চ 

  • আপলোড সময় : ২৫-০১-২০২৪ ০৩:০৬:৫২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০১-২০২৪ ০৩:০৬:৫২ অপরাহ্ন
চকরিয়ায় ইউপির ৩ ওয়ার্ডের উপ-নির্বাচন ৯ মার্চ 
মোহাম্মদ রিদুয়ান হাফিজ কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের চকরিয়া উপজেলার তিনটি ইউনিয়নের তিনটি ওয়ার্ডের উপ-নির্বাচন আগামী ৯ মার্চে অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী এ ৩ টি ওয়ার্ডের উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।ওয়ার্ড গুলো হল বদরখালী ইউনিয়নের ৪নং ওয়ার্ড, চিরিংগা ইউনিয়নের ৯নং ওয়ার্ড ও কৈয়ারবিল ইউনিয়নের ৪নং ওয়ার্ড। এ ৩ টি ওয়ার্ডের সাধারণ সদস্য পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।

চকরিয়া উপজেলা রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ ইরফান উদ্দিন বলেন,নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী এসব ওয়ার্ডের সাধারণ সদস্য পদে উপ-নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছি।সে সিদ্ধান্ত অনুযায়ী মনোনয়ন পত্র সংগ্রহের তারিখ,মনোনয়ন পত্র বাছাইয়ের তারিখ,প্রার্থীর প্রত্যাহারের শেষ তারিখ ও ভোট গ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে। সে তারিখ গুলো হল রিটার্নিং অফিসারের নিকট থেকে মনোনয়ন পত্র সংগ্রহের শেষ তারিখ ১৩ ফেব্রুয়ারি,রিটার্নিং অফিসার কতৃক মনোনয়ন বাছাইয়ের তারিখ ১৫ ফেব্রুয়ারি, প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ২২ ফেব্রুয়ারি ও ভোট গ্রহন ৯ মার্চ।
তিনি আরো বলেন,আমরা সব সময় সুষ্ঠু নির্বাচন আয়োজন করার জন্য বদ্ধপরিকর।

উল্লেখ্য যে,উক্ত ওয়ার্ড গুলোর সাধারণ সদস্যদের মৃত্যুতে পদ গুলো নির্বাচন কমিশন কতৃক শূন্য ঘোষণা করা হয়।
 
সর্বশেষ সংবাদ
সোহরাওয়ার্দী কলেজে হামলায় ক্ষয়ক্ষতি প্রায় ১০ কোটি টাকা

সোহরাওয়ার্দী কলেজে হামলায় ক্ষয়ক্ষতি প্রায় ১০ কোটি টাকা