সাইফুল্লাহ, নিজস্ব প্রতিবেদক: ঢাকায় কম দামে গরুর মাংস বিক্রি করে সুনাম অর্জন করায় ব্যবসায়ী মো. খলিলকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। তাকে কম দামে মাংস বিক্রি করতে নিষেধ করেছেন হুমকি দাতারা। অন্যথায় তাকে ও ছেলেকে গুলি করে মেরে ফেলার হুমকি দিয়েছেন। এ ঘটনায় ভুক্তভোগী মাংস ব্যবসায়ী খলিল পুলিশের দ্বারস্থ হয়েছেন। প্রতি কেজি গরুর মাংস ৫৯৫ টাকায় বিক্রি করায় আগেও হুমকি দেয়া হয় তাকে।
বুধবার (২৪ জানুয়ারি) রাতে শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজিত কুমার সাহা এমন তথ্য জানান।
সুজিত কুমার জানান, মাংস ব্যবসায়ী খলিলকে গত ১৮ জানুয়ারি ম্যাসেজ ও ফোনের মাধ্যমে হুমকি প্রদান করা হয়। এই কারণে মাংস ব্যবসায়ী খলিল নিজেই ২০ জানুয়ারি শাজাহানপুর থানায় একটি জিডি করেন। এই জিডির তদন্তে শাহজাহানপুর থানার পুলিশের একটি টিম কাজ করছে।
তিনি আরো জানান, কমদামে মাংস বিক্রির কারণে তাকে হুমকি দেওয়া হয়েছে কিনা বিষয়টি এখনো পরিষ্কার না। তবে পুলিশ তদন্ত করছে। এছাড়া মাংস ব্যবসায়ী খলিলের সঙ্গে ব্যক্তিগত কারো কোনো দ্বন্দ্ব আছে কিনা সব বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে।
পাশের ব্যবসায়ীদের দাবী এ গোস্ত কেনায় পড়ে ৬৩০ টাকা, ও কিভাবে ৫৯৫ টাকায় বিক্রি করে। শুধুমাত্র নিজেকে ভাইরাল করার জন্য কম দামে গোস্ত বিক্রি করে। এভাবে চলতে থাকলে পাশের বিক্রেতারা না খেয়ে মরবে।