সাইফুল্লাহ, নিজস্ব প্রতিবেদক: রাজধানী মোহাম্মদপুর থানাধীন মিরপুর রোডে এনজিও কার্যালয়ের সিকিউরিটি গার্ড মো জুয়েলকে (১৮) পিটিয়ে হত্যা ও মরদেহ গুম করার ঘটনায় মূল আসামি মো. আক্তার হোসেনকে (২০) গ্রেপ্তার করেছে পুলিশ।
জুয়েল আদাবর থানার বাইতুল আমান হাউজিং নিউ স্টেপস সিকিউরিটি সার্ভিস লিমিটেড কোম্পানিতে চাকরি শুরু করলেও বর্তমানে তিনি একটি এনজিওর নিরাপত্তা প্রহরীর চাকরি নিয়েছিলেন। আসামী আক্তার হোসেনও একটি কোম্পানির সিকিউরিটি গার্ডের দায়িত্বে ছিলেন।
উল্লেখ্য মঙ্গলবার (২৩ জানুয়ারি) ভোর ৫টার দিকে ওই সিকিউরিটি গার্ডকে হত্যার ঘটনা ঘটে। এরপর অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত একমাত্র আসামি আক্তার হোসেনকে গ্রেপ্তার করে মোহাম্মদপুর থানা পুলিশ।
আজ এ বিষয়ে বেলা ১১টায় বিস্তারিত জানানোর জন্য তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার আয়োজিত সংবাদ সম্মেলন করবে বলে জানানো হয়েছে।
এ ঘটনায় জুয়েলের মা আনোয়ারা বাদী হয়ে মোহাম্মদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় পলাতক থাকা একমাত্র আসামি আক্তারকে গ্রেপ্তার করে পুলিশ।